ভালো থেকো তুমি পদ্ম পাতার জল হয়ে

সৈকত দে ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৯:১৮:২১অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

ভাবের হাঠের রঙ্গ একদিন সাঙ্গ হবে,

ভাঙ্গবে রসের মেলা,

তুমি সেই দিন ঠাট্টা করে বলবে-

তা ছিলো আমার ছেলেবেলা।

সেই দিন কেউ ডাকবে না আর খেলায়,

শূন্য হাতে দাঁড়িয়ে থাকবো ঐ খাদের কিনারায়।

হাতের আঙুলের কাটাই হিসাব কষে-

মিলবে না জীবনের অঙ্ক,

চোখের জলে পত্র লিখেও-

মিলবে না তোমার সঙ্গ।

তোমায় নিয়ে স্বপ্নবুনেছি কত?

হাজারো শব্দের উপন্যাস লিখেও-

বুঝানো যাবে না ক্ষত।

বিদায় বেলায় শুধু এটুকুই বলবো-

ভালো থেকো তুমি,সুখে থেকো,

পদ্মপাতার জল হয়ে....

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ