ভালো থাকিস

নীলাঞ্জনা নীলা ৪ জানুয়ারী ২০১৯, শুক্রবার, ০৯:১৭:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৪ মন্তব্য
কথোপকথন…

তুই সেদিন চলে গেলি খোঁজাখুঁজির অনেক দূরে
আসলে লুকিয়ে নিলি নিজেকে তোর মনের ঘরে।
তোকে আমার পড়েনা মনে, আমাকেও তুই না।
সেই যে আবেগ আদতে কোনো কিছুই ছিলো না।
কেমন করে বদলে গেলি, এবং আমিও
কেউ যে কারো ঘর হোলাম না;
পর ছিলাম, হোলাম দূর আরোও।
হঠাৎ করে পথে দেখা, আসলেও তুই কী!
তুইও চেয়ে দেখলি আমায়, আসলেই আমি কী!
এখন যেনো খুব অজানা, চেনা কেবল মুখটা
হাসির ভেতর সেই হাসি নেই, কেমন জানি রংচটা।
বললি আমায়, “কেমন আছিস? সব খবর ভালো তো?”
হেসে বললাম,
—ভালো আছি, তোর সব ঠিক তো?
—কেমন জানি হয়ে গেছিস! তুই বদলে গেছিস অনেকটা…!
—মনের বদল কার না হয়, বল দেখি! বাদ দে তো ওসব কথা।
—ঠিক আছে, যা তবে, আবার দেখা হবে তো?
—হয়তো এমন চলার পথে, সব জানে ওই মুহূর্ত।
—হেঁয়ালি ছাড়লি না তুই। সেই ঠিক আগের মতোই—
—ছাড়াছাড়ি শুধুই কি তোর? আমিও ঠিক আমার মতোই।
—আচ্ছা হলো। অনুরোধ, মাঝেমধ্যে খবর নিস।
—যাক গে, অনেকটা পথ যেতে হবে। ভালো থাকিস।

হ্যামিল্টন, কানাডা
৩ জানুয়ারি, ২০১৯ ইং।

👉২০১৯ সালের প্রথম লেখা। সোনেলা নীড়ের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন। সুস্থ থাকুন।🙏🌹

Happy New Year 2019 
৭৭৪জন ৭৭৪জন
6 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ