ভালোবাসি তাই, ভালোবেসে যাই

ভালোবাসার কাঙাল ২৯ সেপ্টেম্বর ২০১৩, রবিবার, ০৮:০৩:২৩পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

আমি স্বপ্ন দেখি না আর,

অনিদ্রিত রজনী করি যাপন।

অলীক নেশায় মাতিনা আর,

ঘটাইনা সুখের ব্যাপন।

আমি আকাশ দেখি না আর,

জোছনা মাখি না গায়।

বেলাভূমির তীরে বেড়াই না আর,

গোধূলী মাখি না পায়।

আমি গান গাই না আর,

বেসুরো গলার কন্ঠস্বর।

আনন্দ বিলাই না আর,

দুঃখ করে ভর।

আমি আড্ডা দেই না আর,

চায়ের কাপে তুলিনা ঝড়।

আমি মঞ্চ মাতাই না আর,

পড়ে থাকি নীরবতার চাদর।

আমি কবিতা লেখি না আর,

মেলাই না কোন ছন্দ।

ইচ্ছের স্রোতে ভাসি না আর,

মনের সাথে লাগে দ্বন্দ্ব।

 

আমি শিশির ছুঁই না আর,

মন ভিজে যায় সহসাই।

আমি রোদ মাখি না আর,

ভালো লাগে বরষাই।

আমি সুখে মাতি না আর,

কষ্ট পেতে ভালো লাগে।

আমি বিশ্বাস করি না আর,

অবিশ্বাস করি আগে।

আমি পারছি না চলতে আর,

মরচে পড়েছে আমার চাকায়।

পথ পাচ্ছি না খুঁজে আর,

হারিয়ে গেছে লক্ষ্যটাই।

তবুও আমি মানুষ,

জীবন আমার একটাই।

তাই বলে বেড়াই

একটি কথাই

ভালোবাসি তাই,

ভালোবেসে যাই।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ