ভালোবাসা

রেজিনা আহমেদ ১৮ আগস্ট ২০২০, মঙ্গলবার, ০৬:৩২:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

ভালবাসলে মানুষ প্রচন্ড নির্লজ্জ হয়ে ওঠে...তখন তার না থাকে মান-সম্মানের ভয়....আর নাহি অপমানিত হওয়ার বেদনা.....

মানুষ তখন হঠাৎ করেই পারিপার্শ্বিক সবকিছুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে বসে.. নিজের আবেগের কাছে পরাজিত হয়... বিবেক পর্যন্ত কাজ করেনা...

খাওয়ার সময় বদল হয়.. অফিসের কাজ বন্ধ হয়.. বাতাসে ভাসে প্রিয় মানুষটার গন্ধ.. কানে বাজে প্রিয় মানুষটার কথা.. আর চোখ বন্ধ করলে মায়াভরা মুখ.. গভীর ঘুমে গেলে প্রিয় মানুষটার সাথে কথাবার্তা... প্রাত্যহিক জীবনের সব রুটিন বদলে যায়.. মনের ভিতর শুধু আয়োজন চলে আরোও কিভাবে ভালোবাসা যায় তাকে

 

পরিনাম দুই রকম... ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেলে মন আনন্দে নেচে ওঠে... নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হয়.... আর না পেলে কেউ কেউ মরা ফুলের মত মূর্ছা যায় আবার কেউ  না পাওয়ার আনন্দ নিয়েই বারবার ভালোবাসে...

 

হায়রে ভালোবাসা!!

 

রিজু, কলকাতা

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ