ভালোবাসাটা ফিরে আসছে।
পুকুরের স্বচ্ছ জলের উপর ফড়িং এর নাচ
এখন আগের মতই ভালো লাগে।
জানালার পর্দায় বসে থাকা রঙিন প্রজাপতিটাও
এখন আগের মতই ভালো লাগে।
বারান্দার গ্রীলে বসা চড়ুইয়ের কিচিরমিচির শব্দগুলো
এখন আগের মতই ভালো লাগে।
ছাদে বসে ওই নীল আকাশে উড়ে যাওয়া পাখিগুলো
দেখতে এখন আগের মতই ভালো লাগে।
ঝাঝালো রৌদ্রে পুড়ে ঘর্মাক্ত এই শরীরটা
এখন আগের মতই ভালো লাগে।
ভোরবেলা ঘুম ভেঙে দেয়া ওই সবজিওয়ালার
কর্কশ চিৎকার, এখন আগের মতই ভালো লাগে।
কান ঝালাপালা করে দেয়া ট্রাকের ওই বিকট
সিগন্যালের শব্দটাও এখন আগের মতই ভালো লাগে।
ভালো লাগাটা ফিরে আসছে,
ভালোবাসাটা ফিরে আসছে।
৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন ব্যাপার। ভালোলাগাটা ফিরে আসার দরুন ভালোবাসাটাও ফিরে এসেছে। এভাবেই ভালোলাগা গুলো সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
এরকম আশাবাদী কবিতা পড়তে ভালো লাগে।
শুভ কামনা
পপি তালুকদার
সুন্দর অনুভূতি! ভালোবাসা ফিরে আসা ভালো তাহলে প্রান পাবেন কাজে ছন্দ ফিরে আসবে।
ভালো থাকুন।