ভালোবাসার একদিন

সাবিনা ইয়াসমিন ৩১ মার্চ ২০১৯, রবিবার, ০৪:০৯:৩১অপরাহ্ন গল্প ৩৫ মন্তব্য

 

সাত এ পূর্ণতা _

★ প্রপোজ_

— আমরা দেখা করতে পারি?
— কেন নয়!
— চলো পালিয়ে যাই,
— এসো হারিয়ে যাই।

★ রোজ_

— ফুল নেবে?
— কি ফুল?
— নাকফুল?
— সেরা ফুল! পরতে চাই..

★ চকলেট_

— আহারে, চকলেট আনিনি (মনে মনে)
— চকলেট এনেছি, পরে দিবো (মনে মনে)

★ টেডি_

— উহু টেডি না, অন্যকিছু
— হুম, টেডি বাদ। একটা জিনিস এনেছি নাও
— বাহ! খুব সুন্দর। আমার প্রিয় প্রাণী। নিলাম

★ প্রমিজ_

— কথা দাও, কখনো ভুল বুঝবে না
— যা সহজে করা যায় তার জন্য প্রতিশ্রুতি দিতে হয়না।
— তবুও বলো, ভুল বুঝে দূরে যাবে না
— যাবো না, ভুল বোঝার অবকাশ দিও না।

★ হাগ_

— লাভ ইউ জান, আমার হৃদয় তোমায় ডাকছে
— লাভ ইউ টু জান, তোমার হৃদয়ের যেথায় বসত করি সেখানে কান পেতে শুনতে চাই
ভালোবাসার কলিংবেল।
— এসো...

★ কিস_

— মমতার
— আদরের
— আবেশের
— সমর্পণের
— চুম্বনে এতো প্রেম!
— এতো কামনা!
— প্রবল বাসনা মাই লাভ।

★ ভালোবাসা_

— ভালোবাসি জনম–জনমের তরে,
— ভালোবেসেছি জন্ম–জন্মান্তরে
— ভালোবাসা ফুরাবে না একদিনেই,
— ভালোবাসা বেঁচে থাকবে চাওয়া–পাওয়ার গণ্ডি ছাড়িয়ে সুখের–অসুখে, বিষের–অমৃতে।

সাত এ পূর্ণতা, নিরন্তর ভালোবাসায় অন্তহীন পথে হাতে–হাত রেখে অবিচ্ছিন্ন হয়ে ছুটে চলা।
ভালোবাসার গল্প কভু সমাপ্ত হয় না। অ–সমাপ্ত গল্পেই ভালোবাসার জয়।

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ