
সবুজাভ অর্কিডের পাতায় অনুভূতি রয়,
সুপ্তির কালে পাতা হলুদে অকৃত্রিম হয়।
অজস্র বিটপীতে বয়ে চলে
পাহাড়সম ভালোবাসা,
পত্ররন্ধ্রে ছুঁয়ে আছে অন্তচিত্তের আশা।
নিদারুণ অনুভূতি হারিয়েছে নাব্যতা,
আবেগের চাদরে মুখ মুড়িয়ে
রোদের সাথে সমঝোতা।
সদ্যভোরের গোপন আলো
ছড়ায় আপন উচ্ছ্বাসে,
সাদাকালো অনুভূতি নিমিষে যায় অকালে ডুবে।
কঠিন পাথরের গায়ে সবুজে ঘেরা শ্যাওলা ফার্ণ,
অনুভূতির হৃদয়ে যার সমসন্ধি পরিত্রাণ।
অভিসারের বাতায়নে পূর্ণচন্দ্রের অমানিশা,
সবুজাভ পাতার গায়ে বয় অনুভূতির কুয়াশা।
পত্ররন্ধ্রে জমানো মোহনীয় রজনী,
মনের মন্দিরে যদি বাজে ভালোবাসার প্রতিধ্বনি।
.
ছবি : গুগল।
২৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভালবাসায় ঘুরে ভালবাসায় জেগে
ভালবাসায় মজে তোমাতেই রই মেতে।
প্রদীপ চক্রবর্তী
ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
ভালোবাসার প্রতিধ্বনী শুধু রাতেই না,
এই লেখা পড়ে তা সব সময় ই শুনতে/দেখতে পারার কথা।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
সুপায়ন বড়ুয়া
সদ্যভোরের গোপন আলো
ছড়ায় আপন উচ্ছ্বাসে,
ভালবাসার অভিষারে
আনন্দেতে বুক ভাষে
ভাল লাগলো। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা।
আপনিও ভালো থাকুন অনেক।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ , দারুণ তো ! — পত্ররন্ধ্রে জমানো মোহনীয় রজনী,
মনের মন্দিরে যদি বাজে ভালোবাসার প্রতিধ্বনি।
শুভেচ্ছা রইলো।
.
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা।
ভালো থাকুন অনেক।
সঞ্জয় মালাকার
সদ্যভোরের গোপন আলো
ছড়ায় আপন উচ্ছ্বাসে,
সাদাকালো অনুভূতি নিমিষে যায় অকালে ডুবে।
চমৎকার লেখা দাদ,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসার সুর, প্রতিধ্বনি প্রকৃতির ভাঁজে ভাঁজে রন্ধ্রে রন্ধ্রে খুঁজে পেলাম। শুধু মনের মন্দিরে সীমাবদ্ধ ছিল না। অসামান্য ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। শুভ কামনা দাদা
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দিদি।
সুরাইয়া পারভীন
বাহ্ চমৎকার লিখেছেন দাদা
ভালোবাসা সারাক্ষণ সর্বত্র বিরাজমান
মনে মননে, প্রকৃতির নির্মল বিশুদ্ধ বাতাসে
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দিদি।
ভালো থাকুন অনেক।
তৌহিদ
সদ্যভোরের গোপন আলো
ছড়ায় আপন উচ্ছ্বাসে,
সাদাকালো অনুভূতি নিমিষে যায় অকালে ডুবে।
চমৎকার লিখলেন দাদা। ভালোবাসা ছড়িয়ে যাক সবার মাঝে। ভালো থাকুন।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা।
ভালো থাকুন অনেক।
ফয়জুল মহী
সুলিখিত,সুবচন ।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ আপনাকে।
মাহবুবুল আলম
কবিতা ভাল লেগেছে।
শুভেচ্ছা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
ভালো থাকুন অনেক।
খাদিজাতুল কুবরা
“নিদারুণ অনুভূতি হারিয়েছে নাব্যতা,
আবেগের চাদরে মুখ মুড়িয়ে
রোদের সাথে সমঝোতা। ”
জীবনের আরেক নাম তো সমঝোতা, খুব সুন্দর রুপক ব্যাবহার করেছেন।
ভালো লাগলো দাদা।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা দিদি।
ভালো থাকুন অনেক।
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনা কবি দা
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,কবি দাদা!
সুরাইয়া নার্গিস
অসাধারন লিখছেন ছোট ভাইয়া।
পড়ে মুগ্ধ হলাম, দারুন লিখুনি।
ভালো থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা নিবেন, বড়দিদি।
আপনিও ভালো থাকবেন অনেক।
আরজু মুক্তা
ভালোবাসার সূক্ষ্ম রূপ।
খুঁজে খুঁজে নিতে হয়
প্রদীপ চক্রবর্তী
একদম,
সাধুবাদ দিদি।