'ভালোবাসি' বললেই বলো, 'পাগলামি, ন্যাকামী '
মনের দুঃখে বসে বসে চুরুটখানি টানি।
'ভালোবাসি' বললেই দাও মুখের উপর ঝাড়ি
আলটিমেটাম ছাড়াই কয়েক সপ্তাহের আড়ি।
চুরুট টানার কথা শুনেই বলো 'মাদকাসক্ত '
'দূর হয়ে যাও , দেখলে তোমায় মাথায় ওঠে রক্ত ! '
'মিস করি' শুনলেই বলো, 'আহম্মকি ছাড়ো'
'ফটকাবাজি ছেড়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করো।'
গোলাপ হাতে দেখলেই বলো, 'লাভ হবে না ম্যান '
'আমার কাছে না আসিয়া অন্যখানে যান।'
কষ্টের কথা শুনলে তুমি খিলখিলিয়ে হাসো
বেজার মুখে দেখলেই বলো, 'পাবনা ঘুরে আসো।'
লাজ শরমের মাথা খেয়ে তবুও ভালোবাসি
তোমার জন্য এই জনমে হলাম গারদবাসী।
Thumbnails managed by ThumbPress
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
তা গারদের শিকের সংখ্যা গুনে মনে রাখতে পারবেন তো ?
ছন্দে ছন্দে ছন্দময় বলতে ইচ্ছে করে ।
নীলকন্ঠ জয়
সময় হলে গুনে গুনে সংখ্যাটা জানিয়ে দেওয়া হবে ভাইয়া।
অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আহারে , কি অবস্থা
কিছুই দেখি বলা যাবেনা , করা যাবে না 🙁
ভালো হয়েছে কবিতা
অকবিতা হয়নি , কবিতাই হয়েছে 🙂
নীলকন্ঠ জয়
ভালোবাসার কথা বলা কি অপরাধ বড় ভাই? 🙁
মা মাটি দেশ
লাজ শরমের মাথা খেয়ে তবুও ভালোবাসি
তোমার জন্য এই জনমে হলাম গারদবাসী। (y) গারদবাসী নতুন লাগছে অর্থটা কি ভাই -{@
নীলকন্ঠ জয়
গারদ> হাজত> বিশেষ করে পাগলদের জন্য যেটা হয় (পাগলাগারদ) @ ভাইয়া।
এই মেঘ এই রোদ্দুর
হু হাহাহাহাহাহাহহাাহ দারুন কবিতা হইছে
নীলকন্ঠ জয়
নিষ্ঠুর আপু ভাইয়ের কষ্টেও হাসে। কথা কমু না। আড়ি :@ 🙁
লীলাবতী
অকবিতা নয় ্ সুন্দর একটি কবিতা ।
নীলকন্ঠ জয়
সত্যি? 🙂
নিশিথের নিশাচর
মনের দুঃখে বসে বসে চুরুটখানি টানি।
ভালো সুন্দর কবিতা 🙂
নীলকন্ঠ জয়
চুরুটই শেষ ভরসা 🙁
রিমি রুম্মান
তবুও নাছোড়বান্দা প্রেমিক…!!
আজকাল এমন প্রেমিক পাওয়া কঠিন। -{@
নীলকন্ঠ জয়
:v
শুন্য শুন্যালয়
কি করা যায় ;?
নীলকন্ঠ জয়
^:^