ভালবাসা অবিরাম

বন্যা লিপি ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ০৯:১০:৫৫অপরাহ্ন শোক বার্তা ২০ মন্তব্য

ব্লগার সুরাইয়ার ফোন এলো সন্ধ্যা সাড়ে সাতটার পর। ফোন চার্যে দিয়ে টিভি দেখছিলাম। ফোনের আওয়াজে দৌড়ে গিয়ে রিসিভ করতেই সুরাইয়ার চিৎকার-- " আপু তুমি কই? সারাদিন কই ছিলা? তুমি খবর কিছু জানো না??? পাগলের প্রলাপের মত লাগছিলো সুরাইয়ার উচ্চারিত শব্দগুলো। একটা লাইন শুধু কানে প্রচণ্ড আঘাত করলো......... আরজু আপু নাকি নেই????

হাত চলছে না..... ভাষা বোবা।শুধু একটা চিৎকার...... আরজু নেই???কয়েকদিন আগেও ইনবক্সে টোকা দিয়ে লেখা চাইছিলো....

আরজ# ফুপি, এবার আমরা ১২ জন মিলে বই বের করবো
তুমি রাজি থাকলে ৫ টা কবিতা দিও

-- টাকা পয়সা নাই

আরজু# বড়লোকের মেয়ে। এগুলো বলতে হয় না

--কোনোদিন বড়লোকের মেয়ে ছিলাম না
আমার বর ও বড়লোক না

আরজু# আমি তো তোমার থেকেও গরীব।
আচ্ছা
দিও কবিতা

-- তুমি আত্মনির্ভরশীল

আরজু#৷ শরীর ভালতো?

-- শরীর মন কোনোটাই ভালো না

আরজু# ভালো হোক এটাই কামনা করি.......

প্রচণ্ড আশাবাদী  ভালো মানুষ। আমাদের দেখা হয়নি কখনো। কখনো ফোনালাপও হয়নি। কিছুদিন আগেই ফোন নাম্বার চাইলো। দিলাম ও,  একটা ফোনকলও করেনি.... আমিও করিনি কখনো। প্রয়োজনে খুব ছোটখাটো কথা হতো ইনবক্সে। এডমিন প্যানেলে একসময় কথা হত, আমাকে প্রশ্ন করেছিলো এক সময়.... " জিসান ইকরাম দাদা আপনার কেমন চাচা হয়? " সম্পর্কটা জানার পর থেকেই আমাকে ফুপি করে সম্বোধন করা শুরু করলো। সবসময় একই বাক্য উচ্চারন করত.....* ভালবাসা অবিরাম*

নিরবে দূরে থেকেও অজানা-  অচেনা - অদেখা কাউকে কেউ কতটা আপন অন্তরে ঠাঁই দিতে পারে! আরজু মুক্তা  এক উজ্জল প্রমান।   সোনেলা ব্লগে যুক্ত হবার পরে একে একে অনেক দূরের অচেনা অজানা মানুষ খুব কাছের আত্মার সাথে যুক্ত হয়ে গ্যাছে। আরজু তাঁদের একজন। আমি লিখতে পারছি না বেশি কিছু। হাত কাঁপছে, চোখ গড়িয়ে জল ঝড়ছে,বুকের ভেতর চাপ কষ্ট হচ্ছে.....।

কি দূর্দান্ত লেখক হারালাম ।
বিনা নোটিশে এমনি করেই হয়তো একে একে সবাই চলে যাব। থেকে যাবে রেখে যাওয়া কাজগুলো।
মা নাবা!! তোকে কি বলে সান্তনা দেব? কোনো ভাষা নেই। তোর মাথায় আদরের হাত রাখলাম.... যত পারিস কাঁদ, কাঁদতে বারন করা যায়না এসময়। তোর শুন্যস্থান পূরণ হবার নয়। তোর মা প্রচণ্ড বাস্তববাদী মানুষ ছিলেন। এটাই বাস্তবতা মা!!! পরম করুনাময় সর্বশ্রেষ্ঠ মহানুভব আল্লাহ্ তোকে শোক সইবার শক্তি দিন।
আল্লাহ্ আরজু মুক্তা ফু'ম্মার আত্মা শান্তিতে রাখুন।  আমিন।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ