অর্থের সঙ্গে নেই আমার সখ্যতা।
তাই তোমার সংগেও হল না ঘনিষ্টতা।
সুখের হাটে যে টাকার ছড়াছড়ি
আমি বড্ড নিঃস্ব নেই যে কানাকড়ি।
তোমাকে উড়িয়ে নিতে পারবো না হাওয়াই জাহাজে।
আমি যে পড়ে আছি ভাংগা ডিংগি নৌকায় নয় পানির জাহাজে।
সোনা চাঁদি রূপা গহনা ব্রান্ডেড পোশাক পরিচ্ছদ কত কিছুই তোমার চাই।
এসবের জন্যে কাড়ি কাড়ি টাকা ধন সম্পদ বিত্ত বৈভব যে আমার নাই।
আমি নিজের যা কিছু আছে তা নিয়েই সুখী আর সন্তুষ্ট।
যদি ধরো আমার হাত তবে অল্পতেই হতে হবে তুষ্ট।
ভালবাসার নাকি প্রবল আর অসাধারণ শক্তি।
তাই ভালবাসলে থাকবে না অর্থের আসক্তি।
এসো মিলেমিশে ভালবাসায় হই একাকার।
ভালবাসার স্বর্ণ কুটিরে নেই অর্থের কারবার।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ