ভালবাসার ঋণ

কামরুল ইসলাম ১০ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১১:২৬:২৭পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

 

চার দেয়ালের নিস্তব্ধতা ভেঙে, তুমি এলে নগ্ন পায়ে ~
খোলা চুলে, গন্ধ মেখে, উর্বসী গায়ে ~
বুক জুড়ে এঁকে দিলে, আলপনার ছাপ ~
কিছুটা সুখ, কিছুটা বিয়োগ, মনে বাড়ে উত্তাপ ~
অধর ছুঁয়ে, কোমলতার স্পর্শে, জাগিয়ে দিলে মন ~
স্বপ্নভুক, তৃষ্ণার্ত চিবুক , রাঙিয়ে দিলে ভূবন ~
চোখের পাতায় ঘুম নেই, ছুঁয়ে দিলে হৃদয় ~
হাজার জোনাকি আলো জ্বালে, রাতের নিঝুমতা মধুময় ~
গাড় হয় নিঃশ্বাস, রন্ধে রন্ধে শরীরের ঘ্রাণ ~
ডানা মেলে প্রজাপতি, ফুলের দোলে জাগে প্রাণ ~
নিস্তব্ধতা বাড়ে, অশান্ত হয় ভোরের পাখী ~
তুমি ছুয়ে যাও অদৃশ্যলোকে, দিবসের আলোয় সব ফাঁকি ~
তবুও স্বপ্ন দেখি, আশায় বাঁধি বুক, দ্বিধাহীন ~
ভালবাসার পূর্ণ বলয়ে, শোধ করিবে তুমি অনাদায়ি ঋণ ৷।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচিনা কাল ঃ ১০/০১/২০২০
ঢাকা ।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ