ভাবনা আমার

মনির হোসেন মমি ৭ জানুয়ারি ২০১৪, মঙ্গলবার, ০৯:৫৪:৩৪অপরাহ্ন কবিতা, সমসাময়িক ১৫ মন্তব্য

জম্ম আমার মৃত্যু আমার

হয় যেনো মা...,এই বাংলায়

আমি বাঙ্গালী,আমি বাংলাদেশী

নেই ভেদা ভেদ হৃদয়ে আমার।

ভুমিষ্ট শিশুটি চিৎকার করে..মা..মা

এ যেন পল্লী বধুঁর মাতৃত্ত্বের স্বার্থকতার সুর

তার সম্মানে হাতে নিয়েছিলাম অস্ত্র একাত্তুরে

স্বাধীন হয়েছিল দেশ, ভ্রাতৃত্ত্বের বন্ধনে।

স্বাধীনতার বিয়াল্লিশটি বছর কি যতনে

রেখেছিলাম হায়না নামক ভ্রাদার শয়নে

কিসের তরে করেছিল ক্ষমা জাতির পিতা

কিসের তরে শহীদ জিয়া দিয়েছিল রাজনিতীর স্বীকৃতি।

ত্রিশ লক্ষ শহীদের বাংলা আমার হিন্দু কি মুসলিম

বৌদ্ধ কি খৃষ্টান নেই ধর্মের বাহাদুরী

সব জাতির এক সুর

মানুষ আমারা,আমরাই সৃষ্টির সেরা জীব।

ধর্মের পূর্বে মানবের আর্বিভাব

মানবের পূর্বে ধর্ম নয়,

সকল ধর্মে আছে যে বিধান কারো অনিষ্ট,হত্যা নয়

আমরা জানি আমরাই মানি

ইসলামেও শান্তির কথা কয়।

আজ যে যা হচ্ছে হত্যা,পুড়ছে ঘর বাড়ী

কে কোন জাতি ভাবছে যারা,করছে ঘর ছাড়া

তাদের বলি করবে প্রাশ্চিত্ত্ব দুনিয়ার মাঝে

কঠিন সাজা হবে পরকালে  স্রষ্টার দরবারে।

দুদিনের দুনিয়ায় কে বা আপন কে বা পর

রাখনা ফেলে বিবেকের ডাষ্টবিনে,

মেলে দে বাড়িয়ে দু-হাত হৃদয়ের অনুভবে

ভ্রাতৃত্ত্বের বন্দনে.....।

 

 

 

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ