ভাবনায় স্মৃতি কাব্য

উর্বশী ১৪ অক্টোবর ২০২০, বুধবার, ০৩:৩৬:১৮পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

 

সাদা কাগজে অজান্তে ফুটে ওঠে কাব্য,
অতীতের স্মৃতি হিসেবের খাতায় যোগ-- বিয়োগের অংক।
এক বোঝা হিসেবে শুধুই ঋণ নেয়া,
স্মৃতি জুড়ে রয়ে গিয়েছে  শুধুই দেয়া।
হারানো  সুর হারিয়ে পথে পথে শুধু প্রলাপ রয়ে যায়,
একা বসে আছি দগ্ধ দহণে তোমার অপেক্ষায় ।
আসবে কি ফিরে সুন্দর একটি  স্নিগ্ধ  সকাল,
উঠবে কি সেই নতুন রবি?  ফিরে পাবো কি নতুনত্বের পরিশুদ্ধতায়?
খেয়ালী মনে কল্পনা গুলো নক্ষত্র  পুঞ্জে হাঁটে,
পথের-- প্রান্তে নিমগ্ন চিত্তে বিভ্রমে দিন কাটে।
বিষাদে গাঁথা চপল দৃশ্যে তৃষিত প্রান ভরে,
উন্মুক্ত  ঝর্ণা  চোখের কোণে  আপন মনে ঝরে।
বর্নিল আভা সোনালী সময় দিগন্তে পড়ে আছে,
সৌরভ গুলো বিলিয়ে দিব বাকি সব প্রকৃতির কাছে।
বিষন্ন  ছাঁয়ায় জাপটে ধরা স্মৃতির খাতা ক্রমেই দূরে রাখি,
বিজন দেশে যেতে চাই উড়ে যদি হই পাখি।
খেয়ালী ভাবনাগুলো  ভাবি নিবিড়  কুয়াশায়,
আজ শরতে দোলে মন আশা-- নিরাশায়।
স্মৃতিগুলো  নক্ষত্রের  ছাঁয়ার ভেতর,
মনের গভীরে এখন বেদনার বালুচর।
ভয়ানক  নিঃস্ব প্রগাঢ়  অন্ধকারে  আবৃত,
স্মৃতির করিডোরে  আছে  লুকায়িত।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ