
সাদা কাগজে অজান্তে ফুটে ওঠে কাব্য,
অতীতের স্মৃতি হিসেবের খাতায় যোগ– বিয়োগের অংক।
এক বোঝা হিসেবে শুধুই ঋণ নেয়া,
স্মৃতি জুড়ে রয়ে গিয়েছে শুধুই দেয়া।
হারানো সুর হারিয়ে পথে পথে শুধু প্রলাপ রয়ে যায়,
একা বসে আছি দগ্ধ দহণে তোমার অপেক্ষায় ।
আসবে কি ফিরে সুন্দর একটি স্নিগ্ধ সকাল,
উঠবে কি সেই নতুন রবি? ফিরে পাবো কি নতুনত্বের পরিশুদ্ধতায়?
খেয়ালী মনে কল্পনা গুলো নক্ষত্র পুঞ্জে হাঁটে,
পথের– প্রান্তে নিমগ্ন চিত্তে বিভ্রমে দিন কাটে।
বিষাদে গাঁথা চপল দৃশ্যে তৃষিত প্রান ভরে,
উন্মুক্ত ঝর্ণা চোখের কোণে আপন মনে ঝরে।
বর্নিল আভা সোনালী সময় দিগন্তে পড়ে আছে,
সৌরভ গুলো বিলিয়ে দিব বাকি সব প্রকৃতির কাছে।
বিষন্ন ছাঁয়ায় জাপটে ধরা স্মৃতির খাতা ক্রমেই দূরে রাখি,
বিজন দেশে যেতে চাই উড়ে যদি হই পাখি।
খেয়ালী ভাবনাগুলো ভাবি নিবিড় কুয়াশায়,
আজ শরতে দোলে মন আশা– নিরাশায়।
স্মৃতিগুলো নক্ষত্রের ছাঁয়ার ভেতর,
মনের গভীরে এখন বেদনার বালুচর।
ভয়ানক নিঃস্ব প্রগাঢ় অন্ধকারে আবৃত,
স্মৃতির করিডোরে আছে লুকায়িত।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
স্মৃতি আনন্দ ও বেদনার, আমরা স্মৃতি্কে রাখি, স্মৃতিতেই বাঁচি।
বিষণ্ণ বিভ্রাটেও স্মৃতিই আমাদের সঙ্গী।
উর্বশী
ছাইরাছ হেলাল ভাইয়া,
জ্বি হ্যা,সঠিক বলেছেন।এক কথায় সহমত পোষণ করছি।
কখনও নীল– সাদা মেঘের মতই এলোমেলো ভাবে ঘুরে বেড়ায়।আজকের সোনালী — রুপালী সময় আগামীর স্মৃতির পাতা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।সব সময় খুব ভাল থাকুন অফুরান শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া ,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
সঠিক বলেছেন,হ্যা বেশ অনুভূতির প্রকাশ। খুব ভাল থাকুন অফুরান শুভ কামনা ।
আরজু মুক্তা
স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা।
স্মৃতি অমলিন।
উর্বশী
আরজু মুক্তা আপু, ( সামিয়া)
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা রইলো ।
সঠিক বলেছেন,স্মৃতিরা অমলিন।তাদের নিয়েই আঁকড়ে থাকা প্রকৃতির নিয়ম বা নিয়মের বেড়াজাল । অনেক ভাল থাকবেন,ভালোবাসা ও শুভ কামনা অবিরাম ।
আরজু মুক্তা
নতুন নামটা ভালো লাগলো।😍🌹🌹💜
উর্বশী
আরজু মুক্তা আপু ( সামিয়া)
এটি ভালোবাসা র নাম দিলাম। যেখানে শুধুই ভাল লাগা,ভালোবাসা কাজ করবে।অফুরান শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
আমি কান পেতে রই।
উর্বশী
আরজু সামিয়া মুক্তা আপু,
ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও,আমার শিউলি নাও।
রেহানা বীথি
স্মৃতি হাসায়, স্মৃতি কাঁদায়। তবুও বড় মধুর।
খুব সুন্দর লিখলেন আপু।
উর্বশী
রেহানা বীথি বিউটিফুল আপু,
জ্বি হ্যা,সহমত পোষণ করছি । আর মধুর বলেই তাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকা।
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা অফুরান। আর এই ভালোবাসা সব সময় বিরাজ করুক শুভ কামনা অবিরাম।
ফয়জুল মহী
স্মৃতিগুলো নক্ষত্রের ছাঁয়ার ভেতর,
মনের গভীরে এখন বেদনার বালুচর।
ভয়ানক নিঃস্ব প্রগাঢ় অন্ধকারে আবৃত,
স্মৃতির করিডোরে আছে লুকায়িত।
উর্বশী
একদম বাস্তবতার উপখ্যান মাত্র। হঠাৎ করেই লেখা হয়ে যায় মহী। বাস্তবতার সাথে লড়তে লড়তে আমি ক্লান্ত পথিক মনে হয় মাঝে মাঝে। তবে হাল ছেড়ে দেয়ার পাত্রী তো আমি নই। ভাল থেকো সব সময়। শুভ কামনা রইলো ।
রোকসানা খন্দকার রুকু
আজ শরতে দোলে মন আশা– নিরাশায়।
স্মৃতিগুলো নক্ষত্রের ছাঁয়ার ভেতর,
মনের গভীরে এখন বেদনার বালুচর।
ভয়ানক নিঃস্ব প্রগাঢ় অন্ধকারে আবৃত,
স্মৃতির করিডোরে আছে লুকায়িত।***
হাসায় কাদায় ভালোলাগাদেয়। স্মৃতি মধুর হলে তো কথাই নেই আমরা তাকে ঘিরেই বেঁচে থাকি।
শুভ কামনা আপুনি।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু ,
একদম সঠিক বলেছেন। বাস্তবতায় কখনও এদিক– সেদিক হয়ে গেলেও মধুর স্মৃতি ডালা অপরিবর্তিত ই থাকে।
অনেক ভালোবাসা সহ ধন্যবাদ রইল।।
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য। স্মৃতিতেই বাঁচি, হাসি, কাঁদি। যতই মধুময় হোক বর্তমান তবুও কেন যেন সেই টক, ঝাল, তিতা, মিষ্টি স্মৃতির কাছে বাঁধা থাকি। খুব ভালো লাগলো আপনার কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা জানাই কষ্ট ও সময় করে পড়ার জন্য। আমি আপ্লুত। সঠিক বলেছেন।আমরা তো পরিস্থিতির কাছে বরাদ্দ থাকি। যখন যেমন তখন তেমন থাকতেই হয়।আজকের ঘটনাবলী আগামীর স্মৃতি পাতা। সে মধুর হোক, অমলিন থাকুক।
ভাক থাকুন শুভ কামনা অফুরান।
শামীম চৌধুরী
শব্দ মিশ্রন ও ভাবনা দুটাই অসাধারন।
উর্বশী
শামীম চৌধুরী ভাইয়া ,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সব লেখাতেই একটু ভিন্নতা আনার চেষ্টা মাত্র। দোয়া করবেন সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি যেন।খুব ভাল থাকুন,শুভ কামনা সব সময়।