জন্মিলে মরিতে হইবে আছে যত কীট, প্রাণীকুল। ধরাধামে সবই নশ্বর। একজনের ইশারায় যখন তখন ডাক পড়বে, হাজার চাইলেও থাকা যাবে না। ধন্যবাদ ভাইয়া ভালো লিখেছেন। শুভ কামনা রইলো
মানব জন্ম হয়- জীর্ণতা ভরা এই পৃথিবীর আলো বাতাসে;
তারপর শুরু হয় একে একে বিদায়ের পালা. আসলেই তাই ভাই। যেতেই হয় , যেতেই হবে, যখন আসি তখন যাবেই।
খুব হৃদয় গ্রাহ্যি লেখা। আরও লেখার আবেদন রইল। শুভেচ্ছা অবিরত।
জন্মিলে মরিতেই হবে, এটাই চরম সত্য। কেউ আগে কেউ পরে, কেউ সময়ে কেউ অসময়ে। বিধাতা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন তার সেখানেই মরতে হবে। ধন্যবাদ দাদাভাই 😍
সোনেলায় আপনাকে স্বাগতম। এটা আমাদের পরিবার আমাদের সুখ দুঃখ হাসি আনন্দের মিলনমেলা এখানেই। আপনিও লিখুন, আপনার জীবন ও পরিপার্শ্বিক সমাজ নিয়ে।
কৃতজ্ঞতা প্রকাশ অনিমেষ আপু। ভালো থাকবেন সবসময় 😍
হয়তো সে আছে বসে যখনি হুকুম তার হয়ে যাবে জারি
উড়ে এসে হাঁক ছেড়ে কেড়ে নিয়ে যাবে এই প্রাণটা আমারি
আমিও পৌঁছে যাবো অসীমের দরবারে –
শুভ্রতায় ঘেরা কোন শুক্রবার ভোরে।
ভিন্নতায় মুগ্ধতা
এতো গভীর চিন্তাশক্তির অপূর্ব প্রকাশ ভঙ্গিতে বেশ ভালোলাগা।
এসব নিয়ে খুব বেশী আমরা ভাবিনা, আসলে যখন তখন চলে যাবো এমনা ভাবতে পারিনা। মনে হয় কতো কিছুই অসমাপ্ত থেকে গেল এখনি যাই কি করে। আর বাস্তবতা হলো অনেক কিছুই অমাপ্ত রেখে চলে যেতে হবে……..শুভ কামনা জানবেন কবি।
একদম ঠিক বলেছেন ভাইয়া। আমরা দুনিয়ার জীবন নিয়ে এতোটাই মগ্ন যে- মৃত্যুর কথা একদম ভুলে যাই।
ছোট পিপীলিকা থেকে বৃহৎ ঐরাবৎ কেউ চিরঞ্জীব নয়। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে- আর কুরআন।
একদম ঠিক বলেছেন দাদাভাই। সমাজে আজকাল মানবতার মানদণ্ড হিসেবে অর্থের ধারে কাছে অন্য কিছুই আর নেই। মৃত্যু অমোঘ সত্য জেনেও আমরা আলবৎ ভুলে থাকি। কৃতজ্ঞতা অনিমেষ 😍
ঈশ্বরের কাজই তো এই একটা, আমাদের ভালোমন্দ দেখার দায়িত্ব পালন করবে আর সময় হলে ইস্রাফিল (আ:) কে মনে করিয়ে দেবে সিঙ্গায় ফুঁ দাও। এছাড়া হের আর ডিউটি কি? সব কাজ তো আমরাই করি। খাবার খুঁজে আনি, প্রসেস করি, খেয়ে বাঁচি, বেঁচে থেকে আবার তাঁর ইবাদত করি, গুণকীর্তন করি। সবিই তো আমরাই করি। সে তো কেবল বসে বসে খেলা দেখে।
আমায় সৃজিলে তুমি, তোমারে চেনাতে এই বিশ্ব চরাচরে
আরশের ছায়া দিয়ে সম্মানিত করো মোরে কঠিন হাশরে।
মৃত্যু চিরন্তন সত্য। ডাক এলে এক এক করে চলে যাবে সবাই। শুভ্রতায় ঘেরা কোন শুক্রবার ভোরে… ইচ্ছে পূরণ হোক। মৃত্যু ঠিক সে ভাবেই ধরা দিক যে ভাবে আপনি চান। অনেক শান্তির হোক
২৬টি মন্তব্য
ফয়জুল মহী
মনোরম লেখা।
ত্রিস্তান
ধন্যবাদ ভাই ❤️
সুপর্ণা ফাল্গুনী
জন্মিলে মরিতে হইবে আছে যত কীট, প্রাণীকুল। ধরাধামে সবই নশ্বর। একজনের ইশারায় যখন তখন ডাক পড়বে, হাজার চাইলেও থাকা যাবে না। ধন্যবাদ ভাইয়া ভালো লিখেছেন। শুভ কামনা রইলো
ত্রিস্তান
আপনাকেও ধন্যবাদ আপু। নিয়মিত প্রেরণায় আমাকে ঋদ্ধ করে যাচ্ছেন। কৃতজ্ঞতা অনিমেষ। ভালো থাকবেন সবসময় 😍
মোঃ মজিবর রহমান
মানব জন্ম হয়- জীর্ণতা ভরা এই পৃথিবীর আলো বাতাসে;
তারপর শুরু হয় একে একে বিদায়ের পালা. আসলেই তাই ভাই। যেতেই হয় , যেতেই হবে, যখন আসি তখন যাবেই।
খুব হৃদয় গ্রাহ্যি লেখা। আরও লেখার আবেদন রইল। শুভেচ্ছা অবিরত।
ত্রিস্তান
জন্মিলে মরিতেই হবে, এটাই চরম সত্য। কেউ আগে কেউ পরে, কেউ সময়ে কেউ অসময়ে। বিধাতা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন তার সেখানেই মরতে হবে। ধন্যবাদ দাদাভাই 😍
ইসিয়াক
অতি মনোমুগ্ধকর।
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনিমেষ 😍😍
আরজু মুক্তা
জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা তবে?
ভালো লাগলো। তবে এতো ছোট লিখা। চশমাও পারছেনা দেখতে।
Sujana
তারপর শুরু হয় একে একে বিদায়ের পালা
কখন যে কার ডাক আসে
হিসাবের খাতা খুলে যায় না তা বলা
ত্রিস্তান
ফ্ন্ট সাইজ বড় করে দেবো আপু ?
Sujana
তারপর শুরু হয় একে একে বিদায়ের পালা
কখন যে কার ডাক আসে
হিসাবের খাতা খুলে যায় না তা বলা…
ব্রিলিয়ান্ট
ত্রিস্তান
সোনেলায় আপনাকে স্বাগতম। এটা আমাদের পরিবার আমাদের সুখ দুঃখ হাসি আনন্দের মিলনমেলা এখানেই। আপনিও লিখুন, আপনার জীবন ও পরিপার্শ্বিক সমাজ নিয়ে।
কৃতজ্ঞতা প্রকাশ অনিমেষ আপু। ভালো থাকবেন সবসময় 😍
এস.জেড বাবু
হয়তো সে আছে বসে যখনি হুকুম তার হয়ে যাবে জারি
উড়ে এসে হাঁক ছেড়ে কেড়ে নিয়ে যাবে এই প্রাণটা আমারি
আমিও পৌঁছে যাবো অসীমের দরবারে –
শুভ্রতায় ঘেরা কোন শুক্রবার ভোরে।
ভিন্নতায় মুগ্ধতা
এতো গভীর চিন্তাশক্তির অপূর্ব প্রকাশ ভঙ্গিতে বেশ ভালোলাগা।
ত্রিস্তান
শুক্রবারের মৃত্যু !!! আমার আজন্ম লালিত স্বপ্ন। দোয়া করবেন ভাইয়া। কৃতজ্ঞতা অনিমেষ 😍
কামাল উদ্দিন
এসব নিয়ে খুব বেশী আমরা ভাবিনা, আসলে যখন তখন চলে যাবো এমনা ভাবতে পারিনা। মনে হয় কতো কিছুই অসমাপ্ত থেকে গেল এখনি যাই কি করে। আর বাস্তবতা হলো অনেক কিছুই অমাপ্ত রেখে চলে যেতে হবে……..শুভ কামনা জানবেন কবি।
ত্রিস্তান
একদম ঠিক বলেছেন ভাইয়া। আমরা দুনিয়ার জীবন নিয়ে এতোটাই মগ্ন যে- মৃত্যুর কথা একদম ভুলে যাই।
ছোট পিপীলিকা থেকে বৃহৎ ঐরাবৎ কেউ চিরঞ্জীব নয়। সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে- আর কুরআন।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, শুভ সকাল
তৌহিদ
মৃত্যুই চিরসত্য! তবুও কেন ছুটি মরীচিকার মোহে! আসল কারন হচ্ছে অর্থ প্রতিপত্তি ছাড়া আমরা অন্যকে সম্মান করিনা। এই ভূল ধারনা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।
শোষিত আর শোষক, দু’জনারই জীবন সাঙ্গ হয়। কেউ আগে আর কেউ পরে। তবুও শোষক শোষণ করেই যায়।
কবিতা ভালো লেগেছে ভাই।
ত্রিস্তান
একদম ঠিক বলেছেন দাদাভাই। সমাজে আজকাল মানবতার মানদণ্ড হিসেবে অর্থের ধারে কাছে অন্য কিছুই আর নেই। মৃত্যু অমোঘ সত্য জেনেও আমরা আলবৎ ভুলে থাকি। কৃতজ্ঞতা অনিমেষ 😍
ছাইরাছ হেলাল
অপলক সেই চাহুনি
ঐ চেয়ে আছে, শুধু আমি নেই আমাতে;
নধর স্বপ্ন-লোকের চোরাবালিতে,
শুধুই ঈশ্বর জেগে থাকে! নাটাই হাতে;
ত্রিস্তান
ঈশ্বরের কাজই তো এই একটা, আমাদের ভালোমন্দ দেখার দায়িত্ব পালন করবে আর সময় হলে ইস্রাফিল (আ:) কে মনে করিয়ে দেবে সিঙ্গায় ফুঁ দাও। এছাড়া হের আর ডিউটি কি? সব কাজ তো আমরাই করি। খাবার খুঁজে আনি, প্রসেস করি, খেয়ে বাঁচি, বেঁচে থেকে আবার তাঁর ইবাদত করি, গুণকীর্তন করি। সবিই তো আমরাই করি। সে তো কেবল বসে বসে খেলা দেখে।
আমায় সৃজিলে তুমি, তোমারে চেনাতে এই বিশ্ব চরাচরে
আরশের ছায়া দিয়ে সম্মানিত করো মোরে কঠিন হাশরে।
সুরাইয়া পারভীন
মৃত্যু চিরন্তন সত্য। ডাক এলে এক এক করে চলে যাবে সবাই। শুভ্রতায় ঘেরা কোন শুক্রবার ভোরে… ইচ্ছে পূরণ হোক। মৃত্যু ঠিক সে ভাবেই ধরা দিক যে ভাবে আপনি চান। অনেক শান্তির হোক
ত্রিস্তান
অনেক অনেক ভালোবাসা প্রিয়। তোমার জন্যে ও একই দোয়া করি। ইনশাআল্লাহ ভালো থাকবে সবসময় 💓💓💓
সুপায়ন বড়ুয়া
“কত আশায় বাঁধে বুক, মানুষ- হাজারো ভুল –
ত্রুটির অনলে সে যে নিরবধি পোড়ে
তবুও মানুষ বাঁচে আগামীর সম্ভাবনা বুকে ।”
আমরাই দেখি স্বপ্ন
স্বপ্নেই বাঁচে আগামীর সম্ভাবনা !
ভালোই হলো শুভ কামনা।
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা আর শ্রদ্ধা নিরন্তর 😍