ভাঙ্গাচুরা আমি

সুরাইয়া পারভীন ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৪:৫৪:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

আর কতো ভাঙ্গবো!
আর কতো ভেঙ্গে চুরে,
নতুন করে গড়বো নিজেকে?

কাঁচের মমি নই আমি
তাই আমার এ ভাঙ্গন,
হয় না কারো দৃষ্টি গোচর।
আমার এই ভাঙ্গনের শব্দ,
কারো কর্ণ ভেদ করে মস্তিষ্কে-
তোলে না আলোড়ন।

রক্ত মাংসে গড়া ইস্পাতের মানবী আমি!
তাই আমার এ ভাঙ্গনের স্বাক্ষী শুধুই আমি।
আমার এ ভাঙ্গনের বিভৎস শব্দের তীব্রতা-
শুধু আমারই মস্তিষ্কে করে বিচরণ।
আমার এ ভেঙ্গে চুরে ধূলিসাৎ হওয়া-
ভয়ানক ধ্বংস স্তুপ শুধু আমারই হয় দৃষ্টি গোচর।

 

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ