
এ ভাববার কোন বিষয় থাকে
নারকেলের গাছের উপরে কিংবা
চিন্তার রস ঝরা খেজুর গাছে-
চাঁদের ঝলক যেনো ডালিমের গায়!
পূর্ণিমার রোমান্টিক কি আসে যায়;
এভাবে আর কতদিন- গল্প শেষ-
কবিতার বেশ- উপন্যাস শুধু ইতিহাস-
সৃষ্টির উল্লাস কথায় জানি ধর্ষণের আর্তনাদ
পাপের ভাবনা রাত- ঈশ্বরের কাছে থাক!
এ ভাববার বিষয় কিছু পুণ্য ভরা থলি-
অথচ তরুলতার কিছু যায় আসে না;
এ প্রজন্মের ধ্বংস পুরন হবার নয়-
কাছাকাছি ঈম্বর কেমন করে সহ।
২৬ শ্রাবণ ১৪২৮, ১০ আগস্ট ২১
৮টি মন্তব্য
নিতাই বাবু
থলি নিয়ে দারুণ লিখলেন দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নিতাই দা অনেক দিন পর
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
তৌহিদুল ইসলাম
কোন অন্যায়ের প্রতিবাদে যখন কিছু হচ্ছেনা সেখানে সৃষ্টিকর্তাই সহায়। বিচার হবে একদিন তাঁর আদালতে।
শুভকামনা ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদুল দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিমা আক্তার
কাল থলে, প্রতিবাদের চমৎকার ভাষা। অন্যায়ের বিচার হবেই। মানুষের আদালতে না হলেও সৃষ্টি কর্তার আদালতে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি হালিমা আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
আরজু মুক্তা
এখন ভরা থলিতেই সমস্যা। নিশ্চয় এদের বিচার হবে
আলমগীর সরকার লিটন
জি কবি মুক্তা আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——