ভয়কে জয়

সুরাইয়া পারভীন ১৬ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৭:০০:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

'কবিতা পাঠ আসরে' স্বরচিত কবিতা পাঠে নিমন্ত্রণ পেয়েছি। রাত্রি ৯ থেকে শুরু হবে অনুষ্ঠান। প্রথমে যেতে না চাইলেও এক বড় আপার অনুরোধে রাজী হতে বাধ্য হলাম। আপা বললেন আমি কল দিলে বের হয়ে মেইন রোডে এসো একসাথে যাবো। ঠিক আছে বলে ফোন রেখে দিলাম। তারপর পরলাম চিন্তায়। আমার বাসা থেকে মেইন রোড কিছুটা দূরে। রাত আটটার পরে একা যাওয়া খানিকটা রিক্স হবে। বাসা থেকে বের হয়ে ফাঁকা অন্ধকার রাস্তা। নিয়ন বাতির আলো আর অন্ধকার মিলে মিশে আবছায়া পরিবেশ সৃষ্টি করেছে যাতে কোনো মেয়ের একার চলার জন্য ভয়েরই বটে।

 

আপা কল দিলে বেড়িয়ে পড়লাম। এমনিই আবছায়া পরিবেশ তারউপর মাস্ক পরার কারণে চশমা ঘোলা হয়ে গেছে। উঁচু নিচু স্থানে পড়ে বার বার মসকে যাচ্ছে পা। বেশ বিরক্তিকর অবস্থা। এভাবে কিছুটা পথ আসার পরে দেখছি সামনের দিকে এগিয়ে আসা একটা মানুষ দাঁড়িয়ে পড়লো। বুকের মধ্যে ছ্যাঁৎ করে উঠলো। মনে হলো ভয় পাচ্ছি। কিন্তু ভয় পেলে চলবে না। ভালো করে আশপাশটা দেখে নিলাম আর কেউ আছে কিনা। নাহ্ আর কেউ নেই দেখে মনে প্রচণ্ড সাহস নিয়ে গিয়ে যাচ্ছি আর একা একাই বিড়বিড় করছি। যদি সামনে আসে সাথে থাকা ভ্যানিটি ব্যাগ দিয়েই আঘাত করবো। ব্যাগের মধ্যে ক্যামেরা আছে তাই ওটা খুব ভারী আর একবার আঘাত করলে সেই আঘাত সামলাতে সামলাতেই আমি চলে যেতে পারবো ইনশাআল্লাহ। তাই কনুয়ের সাথে ঝুলে থাকা ব্যাগটা হাতে নিয়ে  দ্রুত গতিতে পা চালালাম। মানুষটাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে গেলাম আর কান সজাগ রাখলাম পিছুন পিছুন আসছে কিনা! কোনো রকম পায়ের আওয়াজ না পেয়ে নিশ্চিত হলাম পিছুনে কেউ নেই। ভয়কে জয় করে রিলাক্সে চলে গেলাম বাকী পথ।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ