ভগবানের নাটাই

মো: মোয়াজ্জেম হোসেন অপু ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ০৬:২৩:৫৬অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

আবোলতাবোল

*************

ভগবানের নাটাই

**************

 

গোলাপে মরিচিকা ধরেছে,

লোকে বলে গোলাপ পাপী।

লোহা গোলাপের সৌরভ ছড়ায়,

লোকে বলে লোহা বড় বিনয়ী।

 

আবার সাধনায় বসে অলি,

রাখো মারো, সবই করো, আল্লাহ তুমি।

গোলাপে মরিচিকা দিয়ে,তার সুরভি কেরে নাও,

লোহা থেকে মরিচিকা নিয়ে,তার সুগন্ধি ছড়াও।

 

গোলাপ খুঁজিয়া পাপ,

দেখিলো সবই অহংকার তার।

লোহা খুঁজিয়া পূন্য,

শত আঘাত সহ্য করেও,

নীরব থেকেই সে ধন্য।

 

কেহ হারাইয়া ধন নিশীথে কাঁদে,

কেহ পাইয়া ধন নিরবে হাসে।

নিজ হাতে রাখিয়া নাটাই,

নিরলে বসিয়া ভগবান তাই,

আনন্দে উড়ায় ঘুড়ি,

আর সুরে সুরে  বাজায় বাঁশরী।।

 

২১.১১.১৯

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ