চারপাশ ঘিরে সমৃদ্ধ বৃক্ষদল
ফুল-ফল-কাঠে পল্লবিত অহং
পাতার বিলাসে কখনো বাতাসে গান
কখনো সুখ জল হয়ে নামে
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
অদূরে আমি বয়সী হিজল
দিতে না পারার কষ্টে ম্রিয়মান
বিবর্ণ রোজনামচায় স্থবির
লুকোতে পারি না নিজেকে
কেবল শ্রান্ত কোন পাখি এলে
পেতে দিই ছায়ার চাদর
খুলে ফেলি মনের দুয়ার
বয়সী হিজল
দিতে না পারার কষ্টে ম্রিয়মান
Thumbnails managed by ThumbPress
৩টি মন্তব্য
রিমি রুম্মান
অদূরে আমি বয়সী হিজল…
দিতে না পারার কষ্টে ম্রিয়মান !___সুন্দর।
লীলাবতী
ভালো লেগেছে খুব।
জিসান শা ইকরাম
সুন্দর