বড় বিড়ম্বনা

আলমগীর সরকার লিটন ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:০১:৫৩পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

দৃশ্য পটে নিশিকান্ত দুচোখ লাবণ্যময়
প্যান্ট শার্ট পরা আজ কাল কবিতারা
দুরন্তপনা হুম হরশায় ছুটে চলছে- অথচ
সালোয়ার কামিজ আমরা মানে আমি পরতে
পারি না- সোনালি কথাগুলো কেনো জানি
বিড়ম্বনা করে- তবুও মাঝে মধ্যে খুব হচ্ছে হয়-

সালোয়ার কামিজ পরি- কারণ তারও মানুষ
আমিও মানুষ; তাহলে পাথর্ক্য হয় কেনো?
আফসোস লাগে সোনালি মাঠে যাই কিংবা
পৃর্ণিমার রাত অনুভবগুলো অশ্রু সজল চোখ
মানবতার ধর্ম সে হয় তো জানে না কেনো?
এভাবেই দিনকাল চলে যায় বড় বিড়ম্বনা।

১৪ পৌষ ১৪২৬, ২৯ ডিসেম্বর ২০
————————————

৪৭৭জন ৪১৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ