
দৃশ্য পটে নিশিকান্ত দুচোখ লাবণ্যময়
প্যান্ট শার্ট পরা আজ কাল কবিতারা
দুরন্তপনা হুম হরশায় ছুটে চলছে- অথচ
সালোয়ার কামিজ আমরা মানে আমি পরতে
পারি না- সোনালি কথাগুলো কেনো জানি
বিড়ম্বনা করে- তবুও মাঝে মধ্যে খুব হচ্ছে হয়-
সালোয়ার কামিজ পরি- কারণ তারও মানুষ
আমিও মানুষ; তাহলে পাথর্ক্য হয় কেনো?
আফসোস লাগে সোনালি মাঠে যাই কিংবা
পৃর্ণিমার রাত অনুভবগুলো অশ্রু সজল চোখ
মানবতার ধর্ম সে হয় তো জানে না কেনো?
এভাবেই দিনকাল চলে যায় বড় বিড়ম্বনা।
১৪ পৌষ ১৪২৬, ২৯ ডিসেম্বর ২০
————————————
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দিন এভাবেই কেটে যায় বিড়ম্বনায়। চমৎকার কবিতা পড়লাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ফাল্গুনী দিদি
সুন্দর মন্তব্যে অনেক প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
ফয়জুল মহী
অনেক সুন্দর
খুব ভালো হয়েছে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্যে অনেক প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
তৌহিদ
মানবতার চেয়ে বড় ধর্ম আর কিছু নাই। মানুষ হিসেবে আমাদের মনে রাখতে হবে।
ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
সুন্দর মন্তব্যে অনেক প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন—————
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভবে অনন্য নিবেদন কবি দা।
বেশ মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি লিটন দা
সুন্দর মন্তব্যে অনেক প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন—————
আরজু মুক্তা
মানবতাই বড়।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আলমগীর সরকার লিটন
প্রিয় কবি দা অনেক ধন্যবাদ জানাই
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
সুন্দর মন্তব্যে অনেক প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন—————