
ব্লগে নতুন দুটি পরিবর্তন এসেছে।
১) পাসওয়ার্ড পরিবর্তনের সুবিধা
এর আগে ব্লগাররা নিজেদের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারতেন না। প্রতিবার মোডারেটরদের দ্বারস্থ হতে হতো। এখন থেকে এই বিপদ আর থাকবে না। নিজের পাসওয়ার্ড নিজেই পরিবর্তন করতে পারবেন।
২) বাধ্যতামূলক ফিচার ছবি
এই বিষয়টা আমি নিজে অনেকেই বলেছি। সরাসরি বলেছি, মন্তব্যে বলেছি। কারিগরি কারণে পোস্টের সাথে ফিচার ছবি যুক্ত করা জরুরী। এতে সার্চ ইঞ্জিন থেকে বেশি ভিজিটর পেতে সুবিধে হয়। যে কারণেই হোক অনেকেই কথাটা গুরুত্বের সাথে নেননি।
এখন থেকে ফিচার ছবি ছাড়া পোস্ট দিলে সেটি প্রকাশিত হবে না। খসড়ায় থাকবে। এতে কেউ কেউ মনঃক্ষুণ্ণ হতে পারেন। অনুরোধ করছি, ব্লগের স্বার্থে এতোটুকু কষ্ট করবেন।
আপডেটঃ
পোস্টে ছবি সংযুক্ত করার বিষয়টা আবশ্যিকই থাকছে। তবে যাঁরা একান্তই ছবি আপলোড করতে সমস্যায় পড়ছেন, তাঁরা ইচ্ছে করলে পূর্বে আপলোড করা ছবি (নিজের বা অন্যের) থেকে যেকোনো ছবি নির্বাচন করতে পারবেন।
ফিচার ছবির বাটনে ক্লিক করার পর যে পপআপ আসে, সেখান থেকে মিডিয়া লাইব্রেরী ক্লিক করলেই সব ছবি পেয়ে যাবেন। পছন্দসই একটা ছবিতে ক্লিক করলেই হয়ে যাবে।
Thumbnails managed by ThumbPress
৯৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সময়োচিত এক দারুণ পদক্ষেপের জন্য অবশ্যই ধন্যবাদ।
নাজমুল আহসান
এতদিন ধৈর্য ধরেছেন বলে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
ইসিয়াক
জেনে উপকৃত হলাম।
শুভকামনা রইলো।
নাজমুল আহসান
ধন্যবাদ।
ত্রিস্তান
অনেক ভালো একটি পদক্ষেপ। অসংখ্য ধন্যবাদ।
নাজমুল আহসান
ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো। ধন্যবাদ এমন পদক্ষেপের জন্য। ভালো থাকবেন
নাজমুল আহসান
জ্বি, আপনিও।
নিতাই বাবু
ভালো পদক্ষেপ। তবে আমার কথা হলো, আমার জীবনকাহিনী নিয়ে যদি লিখি, তাহলে সেই পোস্টে কোনধরনের ফিচার ছবি দেওয়া উচিৎ হবে? এসংক্রান্ত পোস্টে অন্তত আমি আমার নিজের ছবি আপলোড করতে নাজার। তাই বলছি। আশা করি কিছু মনে করবেন না!
নাজমুল আহসান
কাছাকাছি কোনো একটা প্রতীকী ছবি দিয়ে দিবেন।
সুপায়ন বড়ুয়া
আবার ও প্রমান হলে সোনেলা ব্লগারদের মতামতকে সম্মান করে।
এই বিষয়টি আমাদের মিলন মেলায় প্রস্তাব করা হয়েছিল।
আজ বাস্তবে রুপায়িত হলো।
ধন্যবাদ নাজমুল ভাইকে।
শুভ ব্লগিং।
নাজমুল আহসান
এতদিন ধৈর্য ধরেছেন বলে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
মনির হোসেন মমি
জ্বি ভাইয়া-পার্সওয়ার্ড সংক্রান্ত।
জিসান শা ইকরাম
১। ব্লগারদের পাসওয়ার্ড সংক্রান্ত চাওয়া পুর্ন হলো। ব্লগারদের চাওয়ার প্রতি যে সোনেলা অত্যন্ত যত্নশীল তা প্রমান হলো।
২। ফিচার ছবি সম্পর্কে এত কঠিন অবস্থান নিলে ব্লগে পোস্ট কমে যেতে পারে। এমন কি করা যায় যে যদি কেউ ফিচার ছবি ছাড়া পোস্ট দেন, সেক্ষেত্রে সোনেলার নির্ধারিত একটি ফিচার ছবি যুক্ত হয়ে তার পোস্ট প্রকাশ হয়ে যাবে ? এমন করা হলে ভাল হবে বলে আমার ধারনা। ব্লগ টীম একটি ছবি নির্ধারন করে দিবে যা পোস্টের ফিচার ছবি হিসেবে সয়ংক্রিয় পোস্টে যুক্ত হয়ে পোস্ট হয়ে যাবে।
ইঞ্জা
ফিচার ছবির ব্যাপারে ভাইজানের সাথে আমি একমত।
নাজমুল আহসান
কিছুদিন দেখা যায় কী হয়। কারণ, স্বয়ংক্রিয় ছবি যুক্ত হলে কেউ আর কষ্ট করে ছবি দিবে না 😀
নাজমুল আহসান
পোস্ট আপডেট করেছি।
জিসান শা ইকরাম
হ্যা দেখলাম, ভালো হয়েছে।
তবে দুজনার কথা জানি যে তারা এটিও পারবে না 🙂
টেকনিকালি খুব বেশী দুর্বল এদুজন।
মনির হোসেন মমি
ফিচর ছবি অবশ্যই দেওয়া উচিত অন্তত লেখার সৌন্দর্যের জন্য হলেও।
সিকদার সাদ রহমান
অসামঞ্জস্য ছবি লেখার মান নস্ট করে এছারাও দৃষ্টি কটু লাগে। ছবি সংযোজনের ক্ষেত্রে ছবির সাইজ ১০০ কেবি থেকে বাড়িয়ে কম পক্ষে ২ মেগা করা উচিত। তা না হলে ছবি এটাচ করা প্রথমত কস্টকর দ্বিতিয়ত ছবির মান ও নস্ট হয়। আমার মাঝে মাঝে ইচ্ছে হয় সুন্দর ফটোগ্রাফ আপ করি সেখেত্রে ছবির সাইজ একটা বড় অন্তরায়।
বন্যা লিপি
এই পোস্ট পড়ার আগেই আমার পোস্ট খসড়ায় চলে গেলো। এখন কথা হচ্ছে ছবি সাইজ করেও আমি কয়েকবার চেষ্টা করেছি কিন্তু, ফিচার ছবি যুক্ত করতে পারিনি। সেক্ষেত্রে আমাকে সর্বদা অন্যের দ্বারস্থ হতে হবে?
শুভ ব্লগিং।
নাজমুল আহসান
ব্লগের স্বার্থে সবাই একটু কষ্ট করুন। আর দেখি আমি বিকল্প কিছু করতে পারি কিনা।
নাজমুল আহসান
পোস্ট আপডেট করেছি।
ইঞ্জা
সময় উপযোগী উপযোগী পদক্ষেপ, ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আপনাকে, আবারও ধন্যবাদ।
নাজমুল আহসান
ভালো থাকবেন।
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন ভাই
তৌহিদ
অসংখ্য ধন্যবাদ,ব্লগারদের কথা বিবেচনা করে সময়োচিত সিদ্বান্তের জন্য কৃতজ্ঞতা রইলো।
নাজমুল আহসান
এতদিন ধৈর্য ধরেছেন বলে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
হালিম নজরুল
চমৎকার সিদ্ধান্ত
নাজমুল আহসান
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
সাধুবাদ। কিন্তু ফিচার ছবি সব লেখায় কি সম্ভব হবে ভাইয়া।
তবে ব্লগের স্বার্থে করা যেতে পারে। তবে জিসান ভাইয়ার মতে লেখার দিক বিবেচনা করে অট ফিচার ছবির ব্যাবস্থাই করা যায় কিনা দেখুন।
ভাল থাকুন।
নাজমুল আহসান
দেখি কী করা যায়!
নাজমুল আহসান
পোস্ট আপডেট করেছি।
মোঃ মজিবর রহমান
অনেক অনেক ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আমার একটি অনুরোধ বা আর্জি ছিলো। অদেখা মন্তব্য গুলো কি দেখানোর ব্যবস্থা করা যায় না?
নাজমুল আহসান
কী বললেন বুঝিনি!
সুপর্ণা ফাল্গুনী
‘অদেখা মন্তব্য ‘ যে বক্সটা আছে যেখানে মন্তব্য গুলো দেখা যায় না সেটার কথা বলছি
নাজমুল আহসান
মন্তব্যগুলো আপনাকেই দেখতে হবে। যে মন্তব্য দেখে ফেলবেন, সেটা আর ওই তালিকায় থাকবে না।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন
রেহানা বীথি
আমি ছবি যোগ করতে গিয়ে ব্যর্থ হয়েছি কয়েকবার। সেক্ষেত্রে জিসান ভাইয়ার সহযোগিতা নিতে হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন? হয়তো আমার সব লেখাই খসড়ায় চলে যাবে পরবর্তীতে।
নাজমুল আহসান
পোস্ট আপডেট করেছি।
নৃ মাসুদ রানা
ভালো লাগলো
নাজমুল আহসান
ধন্যবাদ।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া।এ পরিবর্তন ব্লগকে আরো গতিশীল করবে। টুকটাক ইমো যোগ করে দিলে ভাল হত আমরা যারা কম্পিউটারে লিখি তারা ইমুর অভাবে ভুগি।
ছাইরাছ হেলাল
মনির ভাই, আপনি ইমো দিয়ে কী করবেন!
মনির হোসেন মমি
অনেকে কমেন্টেসে দেয়তো তাই।
কামাল উদ্দিন
ব্লগটা ক্রমান্বয়ে আরো গতিশীল হোক…….শুভ কামনা।
নাজমুল আহসান
ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
ধন্যবাদ দাদা।
নাজমুল আহসান
আপনাকেও ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
একটা অটো ফিচার দিলে ভালো হয়। যে নিজস্ব ছবি দিতে পারে সে তার পছন্দমতো দিবে। যে না পারবে তার লেখায় অটোতেই ছবিটা এ্যাড হয়ে যাবে। শুধুমাত্র ছবি না দিতে পারার জন্যে কেউ পোস্ট দেয়া বন্ধ রাখুক এটা কাম্য নয়। পিচ্চি স্যার, অনেক কষ্টকর কাজ গুলোই আপনি নীরবে করেন, যার বেশিভাগ ব্লগারদের অজানায় থেকে যায়। আপনি চাইলেই ব্লগাররা অটো ফিচারের সুবিধাটুকুও পেতে পারে। প্লিজ, ব্যাপারটি নিয়ে ভাববেন।
শুভ কামনা 🌹🌹
নাজমুল আহসান
অটোম্যাটিক ছবি এ্যাড হয়ে গেলে তো কেউ আর কষ্ট করে ছবি দিবে না। আর এখন তো পুরনো ছবি থেকেই একটা নির্বাচন করা যায়।
কষ্ট করেন। কষ্ট করেন। এতো সহজে সবকিছু হলে ক্যামনে হবে!
নাজমুল হুদা
চমৎকার লাগল পাসওয়ার্ড ফিচার ব্যবস্থা।
জয় হোক আপনার সোনেলায়❤️
নাজমুল আহসান
জয় হোক আমাদের সোনেলার ❤️
এস.জেড বাবু
বেশ পছন্দ হলো
জয়তু সোনেলা
নাজমুল আহসান
জয়তু সোনেলা
সুরাইয়া নার্গিস
ভালো উদ্যোগ, শুভ কামনা সবার জন্য।
নাজমুল আহসান
জয়তু সোনেলা
রেজওয়ান
অনেকদিন পর এলাম। সুন্দর উদ্যোগ এটা। শুভকামনা রইলো
নাজমুল আহসান
শুভকামনা ভাই
সুরাইয়া পারভীন
চমৎকার উদ্যোগ
ভালো হয়েছে এবার যে তার মতো পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন।
নাজমুল আহসান
জয়তু সোনেলা
ইকবাল কবীর
ফিচার ছবি দেওয়ার পরেও লেখা প্রকাশ হচ্ছে না। সেই খসড়াতেই থেকে যাচ্ছে। এটা একটা বিড়ম্বনাই মনে হচ্ছে আমার কাছে। ধন্যবাদ
নাজমুল আহসান
এমন তো হওয়ার কথা না ভাই। আবার একটু যাচাই করে দেখবেন?
ইকবাল কবীর
জ্বি পরে রিফ্রেস দেওয়ার পর হয়েছে। ধন্যবাদ
আরজু মুক্তা
ধন্যবাদ
নাজমুল আহসান
আপনাকে ধন্যবাদ।
শান্ত চৌধুরী
ছবি বাধ্যতামূলক করা ঠিক হয়নি ১/
লগইন করার জন্য অপশন খুঁজে পাওয়া যায়না ২/
আপডেট হউক সুন্দর ও সময়ের প্রয়োজনে ।
নাজমুল আহসান
একটু ব্যাখ্যা করবেন, কেন ঠিক হয়নি?
শান্ত চৌধুরী
ছবি আপলোড করা যায়না /
নির্দিষ্ট সাইজের বড় ছবি আপলোড হয়না।
সেক্ষেত্রে লেখক ছবি আপলোডের ঝামেলার কারনে, ব্লগে লিখার আগ্রহ হারাবে।
নাজমুল আহসান
ছবি আপলোড করা যাবে না কেন? কোনো এরর মেসেজ দেখাচ্ছে?
শান্ত চৌধুরী
ব্লগ কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি।
ব্লগে যার যার ব্যক্তিগত মত প্রকাশ করার স্বাধীনতা আছে? তবে কেউ কারো লেখার বিরূপ মন্তব্য করলে তাবে লেখক ব্লক করতে পারে / তাদের কমেন্ট ডিলেট করতে পারে/ ব্লগে এসে ব্যক্তিগত আক্রমণ করে তাদের কমেন্ট উত্তর দেয়ার অপশনটি অবশ্যই আরেকটু ভালো ভাবে রাখা উঠিত।
নাজমুল আহসান
মত প্রকাশের স্বাধীনতা চাচ্ছেন? নাকি স্বাধীনতা খর্ব করতে বলছেন? একটু বুঝিয়ে বলুন।
শান্ত চৌধুরী
কারো লেখার বিরূপ মন্তব্য করলে তাবে লেখক ব্লক করতে পারে / তাদের কমেন্ট ডিলেট করতে পারে/ ব্লগে এসে ব্যক্তিগত আক্রমণ করে তাদের কমেন্ট উত্তর দেয়ার অপশনটি অবশ্যই আরেকটু ভালো ভাবে রাখা উঠিত।
নাজমুল আহসান
আপনি নিজেই তো মত প্রকাশের স্বাধীনতার কথা বললেন। এখানে একজন লেখক যদি মত প্রকাশ করতে পারেন, মন্তব্যকারি কেন পারবেন না?
আর আপনি তো আগের কমেন্টটাই আবার কপি করে দিয়েছেন। সমস্যাটা একটু খোলাসা করে বলেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপনাকে
সিকদার সাদ রহমান
আমি আজ দুপুরে লেখা পোস্ট করেছি। দেখলাম খশড়ায় পরে আছে। কিছুক্ষন আগে আপনার পোস্ট দেখলাম। সে অনুযায়ি ছবি সংযুক্ত করতে গিয়ে পরলাম এক বিরাট ঝামেলায়। আমার মোবাইল থেকে তোলা যে কোন ছবির সাইজ কমপক্ষে ৪.৫ মেগাবাইট। আপনার পোস্ট এ সর্বোচ্চ ১০০ কিলোবাইট পর্যন্ত ছবি আপ করা যাবে। পরেছি এক বিশাল বিরম্বনায়। এই ছবি মোবাইলে এডিট করে ১০০ কে বি করায় ছবির মান নস্ট হয়, সাথে সাথে বিরক্তি লাগে। যথাযথ কতৃপক্ষকে যথাযথ মাধ্যমে ছবি আপলোড এর সাইজ বড় করার জন্য নিবেদন করছি। কারন ছবির সাথে লেখার একটা সম্পর্ক থাকে।
নাজমুল আহসান
বুঝতে পারছি ভাই। দেখি কী করা যায়।
নিরব সাগর
ছবির সাইজ 100 kb এর পরিমান আর একটু বাড়ালে ভালো হয়।
নাজমুল আহসান
এটা আসলেই সমস্যা হয়ে গেছে। দেখি কী করা যায়।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
এ. আর. মানিক
Cpanel এর একটা স্নেপসট দিয়েন । তার পর মন্তব্য করবো ।
নাজমুল আহসান
কীসের সিপ্যানেল? কীসের স্ন্যাপশট?
এ. আর. মানিক
আপ্নার হোস্টিং এর ছি পেনেল এ গিয়ে তার পর যে ইন্টারফেস আসবে তার স্ন্যাপট নিন
ব্লগ সঞ্চালক
@এ আর মানিক, Cpanel স্নেপসট কোন যুক্তিতে আপনাকে দেখাবেন নাজমুল আহসান?
এখানে প্রথম পোস্ট নিয়ে আসলেন একটি কপি পেস্ট। আপনার লেখা হিসেবে জাহির করলেন। সকলের প্রশংসা গ্রহন করলেন। বিবেকে বাধল না অন্যের লেখা নিজের বলে চালাতে?
এ. আর. মানিক
নিজের বলে চালাই নি । আমাকে একজন দিয়েছিল তাই দিয়েছি । Cpanel দেখতে চাওয়ার কারন ওখানে PHP Version কত আছে । যেহেতু, সাইট টি ওয়ার্ডপ্রেস দিয়ে করা তাই আমি জানতে চেয়েছি পি এইচ পি আপগ্রেড আছে কি না বা ভার্সন কতো চলছে। আর হোসিং টা কেমন? ১০০ কে বি দিয়ে সবাই ফোটো আপলুড করতে পারছে কি ঠিক মতো?
নাজমুল আহসান
সিপ্যানলের স্ন্যাপশট দিয়ে কী করবেন, সেটা বুঝতে পারছি না। তবে আপনি জ্ঞান জাহির করতে চাচ্ছেন, সেটা বোঝা যাচ্ছে!
ব্লগ সঞ্চালক
হ্যা তা বুঝতে পেরেছি।
এ. আর. মানিক
আমি আপনার সাইট এর একটা ক্লোন কপি অলরেডী নিয়েছি । আমার নিজের ই একটা আই টি কম্পানি আছে। আপনার এই ব্লগ থেকে মাসে ১৫০০$ USD ইঙ্কাম করা সম্ভব তাই আমি এই সাইট টি স্টাডি করতে এসেছিলাম । আর ব্লগ পরে ভালো লেগেছে তাই জয়েন করেছি। আমার মনে হয় আপ্নারা আমাকে নিয়ে একটু বেশি মাতামাতি করছেন । যে যার কাজ করেন ভাই । শুভ কামনা আপনাদের জন্য।
এ. আর. মানিক
একটা চেলেঞ্জ নেই দুজনেই, এই ব্লগে যদি কপিরাইট পাওয়া যায়, তাহলে আমি গুগল থেকে ক্লেইম করবো আর আপনি ডিফেন্ট করবেন আপনার হোস্টিং এ স্পাম করবে, আর আপনি যদি সফল হন তবে আমি কথা দিচ্ছি আই.টি ছেড়ে দেবো +৮৮০ ৯৬৩৮৬৭৩২৭৫.
এ. আর. মানিক
Registrar Info
NameDYNADOT LLC
Whois Serverwhois.dynadot.com
Referral URLhttp://www.dynadot.com
StatusclientTransferProhibited
Important Dates
Expires On2021-06-19
Registered On2013-06-19
Updated On2020-06-15
Name Servers
ns1.wppeople.net173.245.58.51
ns2.wppeople.net173.245.59.41
ns3.wppeople.net198.41.222.173
Similar Domains
এ. আর. মানিক
Registrant Contact Information:
NameSuper Privacy Service LTD c/o Dynadot
Organization
AddressPO Box 701
CitySan Mateo
State / ProvinceCalifornia
Postal Code94401
CountryUS
Phone+1.6505854708
Email
Administrative Contact Information:
NameSuper Privacy Service LTD c/o Dynadot
Organization
AddressPO Box 701
CitySan Mateo
State / ProvinceCalifornia
Postal Code94401
CountryUS
Phone+1.6505854708
Email
Technical Contact Information:
NameSuper Privacy Service LTD c/o Dynadot
Organization
AddressPO Box 701
CitySan Mateo
State / ProvinceCalifornia
Postal Code94401
CountryUS
Phone+1.6505854708
Email
Information Updated: 2020-08-13 18:24:53
ব্লগ সঞ্চালক
১০০ কেবির মধ্যেই সবাই ফটো আপলোড করতে পারছে। সমস্যা হচ্ছে না।
নাজমুল আহসান
ভাই শোনেন, এইসব বলদামি ছাড়েন। আপনি আমাকে চেনেন কিনা জানি না। আমি এই ইন্ডাস্ট্রিতে আছি এক যুগের বেশি, আপনার মতো বাঘা কুতুব অনেক দেখছি। দেশের টেক কম্যুনিটিতে একটু খোজখবর করলেই কী বলছি সেটা বুঝতে পারবেন।
এক-দুই লাইন বিদ্যা শিখলেই সব জায়গায় সেটা দেখাতে হবে?! গ্রো আপ ম্যান!
পরপর কয়েকটা লেখা চুরি করে দিছেন। লজ্জা লাগে না? এখন ধরা খেয়ে আবার **ছাল প্যাচাল পারেন!
এ. আর. মানিক
না হেসে পারলাম নাহ, শুভ হক আপনাদের ব্লগিং, আপনার ডাটাবেজ এ গিয়ে আমার একাঊন্ট টি ডিলিট করে দিয়েন। না পারলে আমাকে জানাবেন। +৮৮০ ৯৬৩৮৬৭৩২৭৫. ২৪/৭ খোলা আছে।
ব্লগ সঞ্চালক
@এ, আর, মানিক, কিসের চ্যালেঞ্জ আপনার সাথে? পরপর দুটো লেখা দিলেন অন্যের লেখা চুরি করে। আপনি প্রমান করুন যে ওসব আপনার লেখা। গুগলে আপনার সম্পর্কে খোজ নেয়ার দরকার নেই তো। আপনি নিজে একজন ডেভলপার হতে পারেন। সোনেলা ব্লগে আপনি আমাদের কাছে একজন সাধারন ব্লগার। আপনার পোস্ট আমাদের অনুমোদনের অপেক্ষায় থাকে। এখানে আপনার অবস্থান অনুযায়ী আচরন করুন। আপনার ইচ্ছেই হচ্ছে ঝগড়া বাধানো।
***
সোনেলা ব্লগের নীতিমালার নিম্নবর্নিত ধারা লংঘন করায় আপনার বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
৭ / অন্যের লেখা বা ছবি কোন সুত্র ব্যতীত পোস্ট করা অপরাধ বলে গন্য করা হবে। যে কোন কপি পেস্ট উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট হলে , পরবর্তীতে প্রমান পাওয়া গেলে তা মুছে ফেলা হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে পোষ্ট দাতাকে বহিষ্কার করা হবে।
৯ / যেকোনো ধরণের মন্তব্য, যার মর্মার্থ গঠনমূলক না হয়ে সংঘাত-প্রয়াসী / উস্কানিমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা সরিয়ে দেয়া হবে , কোন কোন ক্ষেত্রে ব্লগারকে অপসারন করা হবে।
এ. আর. মানিক
আমি বলেছি কথা না বাড়িয়ে । আমার একাউন্ট টী ডিলিট করুন. কারন আর কোনো কথা বলার ইচ্ছে আমার নেই।
নাজমুল আহসান
আচ্ছা, না পারলে আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করব। ফোন চালু রাইখেন।
এখন সসন্মানে বিদেয় হোন।
এ. আর. মানিক
আমি বলেছি কথা না বাড়িয়ে । আমার একাউন্ট টী ডিলিট করুন. কারন আর কোনো কথা বলার ইচ্ছে আমার নেই।