ইংরেজী Feature শব্দের বাংলা অর্থ বৈশিষ্ট্য। featured image বৈশিষ্ট্যযুক্ত ছবি।
আমরা যে লেখাটি ব্লগে প্রকাশ করবো, ফিচার ইমেজটি যেন হয় সে লেখা আনুযায়ী। ফিচার ছবি হিসেবে লেখকের ছবি আসে না কোনো মতেই। লেখকের ছবি ফিচার ছবি হিসেবে দিলে লেখক সম্পর্কে কিছু লেখা আছে পোস্টে এটি বুঝা যাবে। কিন্তু সোনেলায় দেখা যাচ্ছে অনেক লেখকই তার কবিতা গল্পে তার নিজের ছবি ফিচার ছবি হিসেবে দিচ্ছেন। লেখকের প্রোফাইল পিকচার হিসেবেই তো ছবি দেয়া থাকে প্রায় সবার, সেক্ষেত্রে ফিচার ছবি হিসেবে লেখকের ছবি দেয়ার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাইনা। মনে রাখতে হবে, আপনি একটি ব্লগে লিখছেন, ফেইসবুকে লিখছেন না। ফেইসবুকে আপনার বন্ধুদের সাথে আপনি যা পারেন, একটি উন্মুক্ত ব্লগে তা পারেন না।
আমি সোনেলায় একেবারেই নতুন নিবন্ধিত , তাই আমার এমন পোস্টকে অনেকেই স্পর্ধা হিসেবে গন্য করবেন হয়ত। তবে দীর্ঘদিন সোনেলার পাঠক হিসেবে আছি, ভবিষ্যতেও থাকবো।

মুল কথায় আসি, প্রথম পাতায় যে কয়টি লেখা বর্তমানে আমি দেখছি সে কয়টি লেখার ফিচার ইমেজ দিচ্ছি এই পোস্টে, সাথে আমার মতামত।
প্রথম পাতায় যে কোন পোস্টের প্রথম ছয় বা সাত লাইন দেখা যায় মোবাইলে। এই ছয় বা সাত লাইনের চেয়ে ফিচার ইমেজের উচ্চতা কোনো ক্রমেই বেশী হওয়া উচিৎ না। মোবাইলের স্ক্রিনে ব্লগার প্রফাইল পিকচার, নাম, পোস্টের শিরোনাম, ফিচার ইমেজ এবং পোস্টের প্রথম ছয়/ সাত লাইন একবারে যে সমস্ত পোষ্টে দেখা যাবে, তাকেই আমি ভালো ফিচার ইমেজ পোষ্ট সহ গন্য করবো।

একটি সঠিক মানের ফিচার ইমেজ সেটা যার উচ্চতা ইমেজের চওড়ার চেয়ে অর্ধেক। অর্থাৎ ইমেজের হরাইজন্টাল সাইজ যদি ৮০০ হয়, তবে ভার্টিকাল হওয়া উচিৎ ৪০০।

এটি ৮০০X৪০০ পিক্সেলের একটি ইমেজ। যারা পিক্সেলের মাপ অনুযায়ী ছবি রিসাইজ করতে পারেন না, তারা এমন ছবি নির্বাচন করুণ যা চওড়া উচ্চতার চেয়ে দ্বিগুণ।

দেখা যাক এই মুহুর্তের ফিচার ছবি দেয়া পোষ্ট সমুহঃ
১।

পারফেক্ট মাপের ফিচার ছবি।

২।

এটি ভালো ফিচার ছবির উদাহরন নয়। মোবাইল স্ক্রিনে লেখার সবটুকু আসে না। ছবিটি লম্বায় বড়।

৩।

ভালো ফিচার ছবি। আরো ভালো হতো মাথার উপর থেকে আর একটু কেটে দিলে।

৪।

খুব ভালো ফিচার ছবি। মোবাইলে স্ক্রিনে তার সবকিছু পরের পোষ্টেরও শিরোনাম পর্যন্ত দেখা যাচ্ছে।

৫।

চমৎকার ফিচার ছবি। পারফেক্ট বলা যায় এই ফিচার ছবিকে।

৬।

মোটেও ভালো নয়। স্ক্রিনে কোনো লেখা নেই। এতে বুঝা যায় লেখক লেখার চেয়ে ছবিকে গুরুত্ব দিয়েছেন বেশী। অনেকেই আছেন যারা এমন পোষ্ট এড়িয়ে যাবেন, অর্থাৎ পড়বেন না।

৭।


এটিও ভালো ফিচার ছবি নয়। লেখা কিছুটা দেখা যায়। মনে হয় লেখার তুলনায় ছবির গুরুত্ব বেশী।

৮।

ফটোগ্রাফার ভাইর তোলা ছবি। কিভাবে আমি বলবো ওনাকে? ভালো ছবি। তবে আরো ভালো হতো যদি উচ্চতা আর একটু কম হতো।

৯।

ভালো ফিচার ছবি নয়। লেখার তুলনায় ছবির প্রতি মনোযোগী বেশী বুঝা যায়। ছবিতে চোখ আঁটকে যাবার সম্ভাবনা।

১০।

এই ফিচার ছবিকে পারফেক্ট বলা যায়। খুব ভালো ফিচার ছবি। লেখার সাথে মানিয়ে ফিচার ছবি দেয়া হয়েছে।

১১।

ভালো, তবে আরো ভালো হতো ছবির উচ্চতা আর একটু কম থাকলে।

১২।

ভালো ফিচার ছবি, আরো ভালো হতো উচ্চতা আর একটু কম হলে।

১৩।

বেশী ভালো নয়। উচ্চতা কম হলে সঠিক হতো।

১৪।

বেশ ভালো ফিচার ছবি। উচ্চতা অল্প একটু কমালে একদম পারফেক্ট হতো।

আমার এই পোষ্ট দেখে অনেকেই আমার উপর রাগ করবেন জানি আমি। আমরা অনেকেই এই ফিচার ছবি সম্পর্কে অবগত নই। সোনেলার মাধ্যমে নিজেকে বিশ্ববাসীর কাছে সঠিক ভাবে  তুলে ধরার জন্য আপনাদের প্রতি আমার এই নিবেদন। কাউকে ছোট করার জন্য নয়। কেহ মনে কষ্ট পেলে ক্ষমা করবেন আমাকে।
আমার চাওয়া সোনেলার ব্লগার গন যেন সব কিছুতে পারফেক্ট হন।
শুভ ব্লগিং।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ