
এই সুন্দর ধরাধামে প্রতিটি মানুষই একটি নির্দিষ্ট দিনে জন্ম নেয়। পরিবারে কত হাসি কত সুখ নেমে আসে সেই শিশুটির জন্মদিনে তা বলাই বাহুল্য। শিশুটি ধীরে ধীরে বড় হয়, সামাজিকতার বন্ধনে আবদ্ধ হয়ে পরিচিত হয় বিভিন্ন মাধ্যমে। পুরো প্রকৃয়াটি আমার কাছে প্রকৃতির এক অপার বিস্ময় বলে মনে হয়। আর সে কারণেই পরিচিত আপন মানুষদেরকে আমি সব সময় জন্মদিনের শুভেচ্ছা জানাতাম একটা সময়।
কারও জন্মদিনের শুভেচ্ছা জানানো আমার কাছে যেমন আনন্দের তেমনি কিছুটা বেদনারও বটে। আনন্দের এ কারনে এই দিনেই সে পৃথিবীতে এসেছিলো। পরিবারের অনাবিল সুখ-শান্তি, সবার হাসিমুখ, কত স্মৃতি!!
বেদনার কারন হচ্ছে জীবনে একটি করে জন্মদিন আসে আর জীবন থেকে একটি করে বছর চলে যায়। মনে হয় আর বুঝি বেশী দেরি নেই! যদিও এসব আমার একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা। কিন্তু তারপরেও আমরা হাসিমুখ পছন্দ করি। আনন্দ উৎসব করতে ভালোবাসি। আমিও যে এর ব্যতিক্রম নই!
এরপরে পরিচিতি ঘটে বিভিন্ন অনলাইন সামাজিক মাধ্যমগুলোর সাথে। ফেসবুক, ব্লগ, ট্যুইটার যারা ব্যবহার করেন এমন কিছু মানুষের সাথে গড়ে ওঠে সখ্যতা। ভার্চুয়াল জগতের মানুষদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে দেখলাম বেশিরভাগ মানুষই আসলে তাদের জন্মদিন পালন করছে বছরের দু’টো। একটি ভার্চুয়াল আর একটি সত্যিকারের জন্মদিন।
ভার্চুয়াল জন্মদিন হলো মনগড়া সার্টিফিকেট বয়স। এই কার্যকারণটিতেই আমার চরম খারাপলাগা তৈরি হয়। আমার নিজের জন্মদিনের ভার্চুয়াল বা সার্টিফিকেট তারিখ আর সত্যিকারে তারিখ আলাদা। একজন মানুষ আমাকে ভালবেসে, শ্রদ্ধা-সম্মান জানিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অথচ আমি স্বীকার করছিনা যে সেই তারিখটি আসল তারিখ নয়। এটি যখন বুঝতে পারলাম তখন এই খারাপলাগা থেকেই আমি আর কাউকেই ভার্চুয়াল মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাইনা। দীর্ঘদিন পর আজ তার ব্যত্যয় ঘটলো।
আজ সোনেলার জনপ্রিয় ব্লগার ইঞ্জা ভাইয়ের জন্মদিন 🌹
সোনেলা ব্লগে লেখার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়ে প্রথম যে মানুষটি আমাকে উদ্বুদ্ধ করেছিলেন তিনি ব্লগার এম ইঞ্জা ভাই। মুলতঃ আমার লেখনীকে পাঠক সমাজে প্রকাশ্যে নিয়ে আসায় তার অবদান অনস্বীকার্য। অন্তত কিছু মানুষ জানেন তৌহিদ নামে একজন ব্লগার আছেন আর এটি ইঞ্জা ভাইয়ের জন্যই সম্ভব হয়েছে। তাই তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা না লিখে থাকতে পারলামনা।
আমার এবং সোনেলা পরিবারের পক্ষ থেকে তাকে অনেক অভিনন্দন এবং প্রাণঢালা শুভেচ্ছা রইলো। আপনি ভালো থাকবেন সবসময়। সুখে দুঃখে যেভাবে পাশে ছিলেন এভাবেই যেন পাশে পাই সবসময় ভাই।
৭৮টি মন্তব্য
কামাল উদ্দিন
ইঞ্জিনিয়ার সাহেবের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা
ইঞ্জা
আন্তরিক ধনযাব্দ ও শুভেচ্ছা ভাই।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ ভাই।
কামাল উদ্দিন
আসল জন্মদিন অনেকেই অজানা। আগের মানুষদের বেশীর ভাগ জন্ম তারিখই স্কুলের মাষ্টারদের দেওয়া। আমারও দুটি জন্দিন আছে।
ইঞ্জা
হা হা হা হা ভাই আমারটা আসল, বাপ মায়ের দেওয়া।
তৌহিদ
আমারও দুটি কিন্তু ☺
ইঞ্জা
আমি তো ভেবেছিলাম ভুলে গেছেন আমাকে, কিন্তু না, আমার ভাই ভুলেনি দেখছি।
অপরিসীম ধন্যবাদ ও ভালোবাসা জানবেন ভাই।
তৌহিদ
ক্যামনে ভুলি!! তবে কেক না খাওয়ালে সামনে কি হবে জানিনা কিন্তুক!! ☺
ইঞ্জা
কেক কিন্না লইয়া আইয়েন, দুই ভাই মিইল্লা খামু। 😁
তৌহিদ
কিপ্টারে আপনে!! যাই টং দোকানে ৫ টাহায় ট্যাস্টি কেক পাওয়া যায়। লইয়া আহি মিয়া ভাই।😂😂
নিতাই বাবু
শ্রদ্ধেয় ইঞ্জা দাদা’র শুভ জন্মদিনে শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো। পোস্টদাতা তৌহিদ দাদাকেও শুভেচ্ছা।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা দাদা।
ইঞ্জা
ধন্যবাদ অবিরত দাদা
ছাইরাছ হেলাল
আহা!
ভাইয়েরে দেহি না কত দিন!
চির সুখে থাকুক ভাই আমার।
তৌহিদ
ভাই আছেন যেখানে আপদ নাই সেখানে!! ☺
তয় মারামারি লাগপে কেকের ভাগ নিয়া 😃😃
ইঞ্জা
ধন্যবাদ ভাইজান, ভাইয়ের জন্য দোয়া করবেন যেন দ্রুত ফিরে আসতে পারি।
ছাইরাছ হেলাল
অবশ্যই দোয়া,
ফিরে আপনাকে আসতেই হবে আমাদের মাঝে।
অবশ্যই দ্রুত।
ইঞ্জা
ইনশা আল্লাহ
ত্রিস্তান
জন্মদিনে অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা আর ভালোবাসা প্রিয় ইঞ্জা দাদাভাই। সুস্থ্য সুন্দর দীর্ঘায়ু কামনা করছি।
তৌহিদ
ভালো থাকবেন ভাই।
ইঞ্জা
আন্তরিক ও অনিঃশেষ ধন্যবাদ ভাই।
ত্রিস্তান
কিন্তু আমার একটা ছোট্ট কৌতুহল ছিলো। ইঞ্জা দাদাভাই তৌহিদ ভাইয়াকে ব্লগে আমন্ত্রণ করেন, তাহলে সোনেলার প্রতিষ্ঠাতা কে এবং বর্তমানে পরিচালনা পরিষদে কে কে আছেন।
তৌহিদ
সোনেলার প্রতিষ্ঠাতা জিসান ভাই। সোনেলায় আমিতো এলাম এই সেদিন, ইঞ্জা ভাই অনেক আগেই এসেছেন।☺
পরিচালনা পর্ষদে অনেকেই আছেন ভাই।
জিসান শা ইকরাম
সোনেলার প্রতি ভালোবাসা থেকে একজন অন্যজনকে আমন্ত্রন জানান এখানে লেখার জন্য, ইঞ্জা ভাই অনেককে এনেছেন ব্লগে। তৌহিদ ভাইও অনেককে আমন্ত্রন জানিয়েছেন। আপনি এসেছেন সুরাইয়া ছোট আপুর মাধ্যমে, আপনিও আবার অনেককে আনবেন। ভালোবাসার একটি চেইনের মত, একজন থেকে অন্যজনকে আমন্ত্রন জানানো। এভাবেই সোনেলার প্রসার ঘটেছে। আপনার মাধ্যমে সম্ভবত মিজানুর রহমান এসেছেন। সমচিন্তার মানুষদের আমন্ত্রন জানান এখানে লেখার জন্য ভাই।
সোনেলার প্রতিষ্ঠাতা কে এটি কোনো ব্যাপার না, আমরা সবাই সোনেলাকে বুকে ধারন করে আছি। সোনেলা আমাদের সবার।
শুভ কামনা।
ত্রিস্তান
শুধুই কৌতুহল থেকে জিজ্ঞেস করলাম। তবে একটা সময় ব্লগার রাজীব হত্যার পরে ব্লগ সম্পর্কে আকর্ষণ বেড়ে যায়। কিন্তু বন্ধু মহলের কেউ ব্লগে না থাকার কারণে বিস্তারিত জানা হয়নি। অনেকটা নেতিবাচক চিন্তা ও ছিলো। কিন্তু সোনেলায় আসার পর থেকে গত দুই মাসে আমি ব্লগের দুনিয়া চষে বেড়ালাম। সোনেলার পাশাপাশি বাংলা কবিতার ব্লগেও কবিতা দিচ্ছি। কিন্তু খুবই কম। ওখানে পুরনো লেখা পোস্ট করি। যাই হোক সোনেলায় আমার প্রথম ব্লগার জীবন শুরু, কাজেই সোনেলার প্রতি টান সবচেয়ে বেশি। এখানেই আছি ইনশাআল্লাহ।
ইঞ্জা
সোনেলার প্রতিষ্ঠাতা জিসান ভাইজান হলেও এই ব্লগের আমরা সকল ব্লগারই মালিক, সুতরাং নিজের মতোই করে লিখুন ভাই।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল ইঞ্জা ভাইয়ের জন্য। ভালো থাকুন সবসময়
তৌহিদ
আপনিও ভালো থাকুন আপু সবসময়।
ইঞ্জা
নিরন্তর ধন্যবাদ আপু, দোয়ার দরখাস্ত রইলো।
শবনম মোস্তারী
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া..🌷🌷🍰
জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে কাটুক , শুভকামনা রইলো ….
তৌহিদ
ধন্যবাদ প্রিয়। আপনিও ভালো থাকবেন সবসময়।
ইঞ্জা
ভাইয়ের জন্য বোনের শুভেচ্চগা ও দোয়াটাই অনেক বিড়, ধন্যবাদ প্রিয় আপু।
জিসান শা ইকরাম
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রানঢালা ভালোবাসা সোনেলার এই প্রিয় সোনালী মানুষ ইঞ্জা ভাইকে।
একজন নিপাট ভদ্রজন এই ইঞ্জা ভাই,
অনলাইনে আমার গুটি কয়েক সেরা বন্ধুদের একজন তিনি।
হাসি আনন্দের মাঝে কাটুক তার সমস্ত সময়।
তৌহিদ
হ্যা তিনি ভালো থাকুন সবসময় এটাই কাম্য। ধন্যবাদ ভাই।
ইঞ্জা
ভাইজানকে অনেক ভালোবাসা, আমি ছোট মানুষ যা আজ আমাকে পরিচিত করেছে এই ব্লগ সমাজে, এর জন্য আপনার অবদান অনস্বীকার্য,আমি নিপাট ভদ্রলোক কিনা জানিনা, কিন্তু এক সময় আমি প্রচন্ড জেদি ও একরোখা হিসাবে বন্ধুমহল ও আত্মীয়দের মাঝে ভয়ের কারণ ছিলাম, সত্যি বলতে কি আমি কখনো কম্প্রোমাইজ করতে শিখিনি।
জিসান শা ইকরাম
তৌহিদ ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য।
তৌহিদ
ভাগ্যিস সকালে ফেসবুকে এসেছিলাম সেখান থেকেই জন্মদিনের রেড এলার্ট পেয়েছি ভাই। ☺
ইঞ্জা
হা হা হা হো হো হো, নাহলে খবর ছিলো সবার। 🤣😂
রেহানা বীথি
আমার ফেসবুক আইডি খোলার সময় সার্টিফিকেটের জন্ম তারিখটিই দেয়া ছিল। কিন্তু সেই জন্মতারিখে যখন সবাই শুভেচ্ছা জানাতে শুরু করলো, তখন নিজের কাছেই কেমন যেন খারাপ লাগলো। পরেরদিনই এডিট করে আসল জন্মতারিখটি দিয়ে দিলাম।
যাইহোক, ইঞ্জা ভাইয়া বোধকরি সবারই একজন প্রিয় মানুষ। তাঁর সাথে আমার পরিচয় অল্পদিনের। তবুও এ অল্প সময়ের মধ্যেই পেয়েছি তাঁর অকৃত্রিম আন্তরিকতা আর স্নেহ। এত অল্প সময়ে কাউকে আপন করে নেয়ার গুণ যাঁর মধ্যে থাকে তাঁকে শ্রদ্ধা না করে পারা যায়!
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ভাইয়া। আপনার মুখের সরল হাসিটি অক্ষত থাক আজীবন।
তৌহিদ
সুন্দর বললেন আপু। আমার আইডি এন আই ডি ভেরিফাইড করা বলে সার্টিফিকেট তারিখই দিতে হয়েছে।
ইঞ্জা দাদা অনেক ভালো মনের একজন মানুষ। সোনেলায় তার অবদান অনস্বীকার্য। ভালো থাকবেন আপু।
ইঞ্জা
ধন্যবাদ অশেষ ভাই
ইঞ্জা
ধন্যবাদ আপু, যা বললেন তা শুধু আপনাদের অনিঃশেষ ভালোবাসা, এই আন্তরিকতা ভাইয়ের মন আজ অনেক বড় করে দিলো, ধন্যবাদ আবারও প্রিয় আপু।
সুরাইয়া পারভীন
জন্মদিনের অনেক অনেক দোয়া, শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। ভালো থাকুন আমৃত্যু।
ভাইয়া আমাকেও এখানে নিয়ে এসেছেন।💓💓
তৌহিদ
আপনিও ভালো থাকবেন আপু।
ইঞ্জা
ধন্যবাদ নিরন্তর প্রিয় আপু, আপনাকে এনে আমি ভুল করিনি। 😁
ফয়জুল মহী
শুভেচ্ছা সতত ।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা ভাই।
ইঞ্জা
ভালো থাকবেন ভাই
আরজু মুক্তা
ইন্জা ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি
শুভ হোক জন্মদিন।
তৌহিদ
ধন্যবাদ আপু, ভালো থাকবেন সবসময়।
ইঞ্জা
অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু
সুপায়ন বড়ুয়া
জন্মদিনে সিক্ত হোন
বন্ধু ইঞ্জা ভাই
সোনেলার পাশে থেকে
সফল হওয়া চাই।
শুভ জন্মদিনের শুভ কামনায়।
তৌহিদ
ধন্যবাদ দাদা, আপনিও ভালো থাকবেন সবসময়।
ইঞ্জা
অবিরাম ধন্যবাদ দাদা।
বন্যা লিপি
প্রথমে ইঞ্জাভাইকে অজস্র শুভেচ্ছা জন্মদিনের। অনেক অনেক শুভ কামনা। সুস্থ্য সুন্দর কাটুক আগামী যুগ যুগান্তর। একজন সর্বজন প্রিয় মানুষ ইঞ্জা ভাই।
তৌহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। জন্মদিনের এমন এক শুভেচ্ছা পোস্ট দেবার জন্য।
ইঞ্জা
অপার ধন্যবাদ প্রিয় আপু, দোয়ার দরখাস্ত রইলো।
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
মনির হোসেন মমি
তাঁর প্রশংসা করলেও কম হয়ে যাবে কথা ফুরোবেনা।তাঁর গুণগান গাইলেও পাতা শেষ গাওয়া শেষ হবে না।এক কথায় অত্যান্ত বন্ধুভাবাপন্ন অনন্য চরিত্রের অধিকারী আজ তার শুভ জন্মদিন।
ভাল থাকুন সব সময় প্রতিদিন প্রতি ক্ষণ। শুভ জন্মদিন।
ইঞ্জা
লজ্জা পেলাম ভাই, ধন্যবাদ অবিরত।
তৌহিদ
ধন্যবাদ ভাইটি। আপনি ইদাদিং এতই ব্যস্ত যে লেট লতিফ হইয়া যাইতাছেন মিয়া ভাই।
মনির হোসেন মমি
হা হা হা জ্বী ভাইয়া।একটু অসুবিদায় আছি।মন্তব্যে না এলেও প্রত্যহ সবার লেখাই পড়ি।
মোঃ মজিবর রহমান
অন্তরের অন্তস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালবাসা রইল ইঞ্জি ভাইয়ের প্রতি। আল্লাহ তাকে হাজার বছর বাচার তৈফিক দিন। আল্লাহ মেহেতবান
তৌহিদ
ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকবেন সবসময়।
মোঃ মজিবর রহমান
হুম! আপনার সবাই ভাল থাকুন দেশ বাসীও।
নৃ মাসুদ রানা
শুভ জন্মদিন
তৌহিদ
ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
শ্রদ্ধেয় ইঞ্জা দাদা’র শুভ জন্মদিনে শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো।
ভালো থাকুন সবা, আগামী দিনগুলো হোক আনন্দম। তৌহিদ দাদাকেও শুভেচ্ছা ভালোবাসা ।
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।
সাবিনা ইয়াসমিন
হ্যাপি বার্থ ডে টু ইউ
হ্যাপি বার্থ ডে টু ইউ
হ্যাপি বার্থ ডে
হ্যাপি বার্থ ডে
হ্যাপি বার্থ ডে টু ইউউউউউউউউউউ
হ্যাপি বার্থ ডে ইঞ্জা ভাইজান। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেকগুলো ফুলের শুভেচ্ছা রইলো।
খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন
দোয়া করি শত শত বছর বেঁচে থাকুন সুন্দর এই পৃথিবীতে,,,,
আর হ্যা, আমার কিন্ত একটা দশ কেজি ওজনের কেক চাই ☺☺
তৌহিদ
আপনার মন্তব্যের জন্য ইঞ্জা ভাই বড় কেক নিয়ে আসছেন ☺☺
সাবিনা ইয়াসমিন
তৌহিদ ভাইকেও অনেক ধন্যবাদ ইঞ্জা ভাইজানের জন্যে ব্লগে এতো সুন্দর একটা পার্টি রাখার জন্যে 🌹🌹
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
এস.জেড বাবু
আমার প্রিয় মানুষ-
আর সোনেলার পথপ্রদর্শক।
চিরন্তন সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি।
শুভ জন্মদিন ভাই।
তৌহিদ
ইঞ্জা ভাই সোনেলার সুখে দুখে সবসময় পাশে ছিলেন এবং থাকবেন ইনশাআল্লাহ। আপনিও আমাদের সবার মাঝে নিজের ভালোবাসা আর লেখা দিয়ে মন জয় করে নিয়েছেন ভাই।
ভালো থাকবেন সবসময়।
ইসিয়াক
অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল ইঞ্জা ভাইয়ের জন্য।
ভালো থাকুন সবসময় ।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাই। ধন্যবাদ জানবেন।
মাহবুবুল আলম
ইঞ্জা ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।
তৌহিদ
জানিয়ে দিলাম ভাই। ধন্যবাদ।