ব্লগর ব্লগর

আগুন রঙের শিমুল ১৩ মার্চ ২০১৯, বুধবার, ১০:১৩:৩৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

এমনি করেই একদিন মানুষ পালাতে শিখে যায়...দুপুরের অলস সময়টায় চোখের পাতা ভারী হয়ে আসে না আর চেনা অভ্যাসের অপ্রাপ্তিতে... শূন্যস্থানগুলো অপরিচিত কাজে-অকাজে-বাস্তবতার যোগানে ভরাট হয়ে যায়...ভাঙা হাড়ের ক্যালসিয়ামের কঠিন পড়তের মত প্রায় ইস্পাত কঠিন খোলসে মুড়ে অতীত পালিয়ে যায়।

মানুষ বাঁচতে শিখে যায়!

 

মানুষ পালাতে শেখে -

নিঃশূন্য চরাচর পরে থাকে একা, শূণ্য বোতামঘরের একাকীত্ব নিয়ে। বদলে ফেলতে চাওয়া নিজের ভেতর ডুব দেয়া মানুষ , যে খোলসে বন্দী হয় ,তা ভাংগার সাধ্য তার নিজেরই থাকেনা । মানুষদের পালিয়ে বাচঁতে হয়।

 

ছুটির নিমন্ত্রণ -

কেউ ডাক পায় ,কেউ পায় না। কেউ কেউ শোধ করে দেয় জীবনের ঋণ, একলা শিমুল পড়ে থাকে ধুলায় । শীতার্ত ,বেদনার্ত ।

 

ঘুমাও রজনীগন্ধা -

এক বরষার অলোখঝরায় ডুবে যায় প্রান্তের ,প্রান্তিক উষ্ণতা আসে অলিখিত সুঘ্রাণ নিয়ে - অথচ প্রয়োজন কোন আইন মানেনা । জীবনের প্রয়োজন, সমাজের । নিজের চেয়ে অন্যের প্রয়োজনে বেশী বেঁচে থাকি।

 

বিস্মৃত ভালোবাসা পাশফিরে ঘুম , দুঃখ পালংকে ঘুমায় রাধা ।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ