ব্লক

সামশুল মাওলা হৃদয় ৯ অক্টোবর ২০২০, শুক্রবার, ১১:২৬:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী  ব্যক্তিদের কাছে ব্লক শব্দটা অতি পরিচিত শব্দ। বিশেষ করে যারা রিলেশনশিপ জড়িয়ে আছে বা রিলেশনশিপে একটা সময় যুক্ত ছিলো তাদের কাছে এই ব্লক শব্দটা বিষাদে ভরা। কত হাজার হাজার সম্পর্ক গুলো এই ব্লক শব্দ দিয়ে পরিসমাপ্তি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা কেউ কারো না কারো হাতে ব্লক হতে হয়। কিন্তু প্রিয় মানুষ টা বা ভালোবাসা মানুষটা ফেসবুক , ইমু,কনট্যাক্ট নাম্বার থেকে ব্লক হওয়া আমরা যা সহজে মেনে নিতে পারি না। বিশেষ করে আমার মত হাজার যুবক-যুবতী আছে যাদের কাছে ব্লক খুব হতাশা জনক। এই বল্ক শব্দটা কারো কারো চোখে অশ্রুজল জড়ানো। এই ব্লক শব্দটা কারো কারো কাছে হাজারো পুরাতন স্মৃতিস্মরন করানো। আমার মতো অনেকের কাছে ব্লক শব্দটা একটা দীর্ঘ শ্বাস। একটা সময় ছিলো যারা রিলেশনশিপ জড়িয়ে ছিলো তারা একে অপরকে রাতদিন ফেসবুক, ইমু,কনটাক্ট নাম্বারে কথা বলে কাটিয়ে দিতো। এবং কি ফেসবুক চ্যাট লিষ্টে প্রিয় মানুষটার কনভেনশন টা সবার উপরে ছিলো। আর এমন একটা সময়ে সম্পর্কগুলো ব্লক পরিণত হয়। একটা পরিস্থিতি আসে যখন আপনার প্রিয় মানুষ আপনাকে সবকিছু থেকে ব্লক দিয়ে দেয় তখন আপনার হাতে করার কিছু থাকে না। আপনার প্রিয় মানুষের কেনো বিশেষ ফ্রেন্ডকে যদি বলেন ওকে একটু ব্লকটা ছুটাতে বল,দেখলাম একটা সময় আপনার প্রিয় মানুষের কথায় সেই আপনাকে  ব্লক করে দিছে। এভাবে ব্লকের কাছে পরাজয় মেনে দীর্ঘ একটা সময়ে সম্পর্ক গুলো শেষ হয়ে যায়।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ