তোমার আমার প্রেমের কথা
লিখবো না আর পোস্টারে
তোমায় ঘিরে সপ্নগুলো গাঁথবো না
আর শহরের দেয়াল জুড়ে ।
ব্রেকাপ করবো তোমার সাথে
যাচ্ছি অন্য শহরে
হাসি মুখে বাস ছেড়ে চড়বো
এখন কোস্টারে ।
সারাদিন একজনের সাথে হু হু করি । যার ফলে লেখালেখি বন্ধ এক প্রকার ।
হু শব্দটা আমার জীবনে দেখি দারুণ প্রভাব ফেলছে । হাত থেকে লেখা বের হয়না
Thumbnails managed by ThumbPress
১২টি মন্তব্য
আদিব আদ্নান
বাস ছেড়ে কোস্টার !
বাহ্ বেশ বলেছেন কিন্তু কোস্টার ছেড়ে কোন্টা তা কিন্তু বলেননি ।
প্রিন্স মাহমুদ
সেটা ভাবা হয়নি বলে :p
বনলতা সেন
তা সারাদিন ক’জনার সাথে হু হু করতে চান ?
মাঝে-মধ্যে লেখা-লেখি বন্ধ থাকলে এমন কি ?
প্রিন্স মাহমুদ
আমি দুইহাতে লিখতে পারি । ব্লক নামক শব্দ আমার লাইফে , আমার শুধু লেখার মান ভাল না হলে পোস্ট দেইনা । এইকারনে বন্ধ বললাম ।
সারাদিন সারারাত একজনের সাথেই হু হু করতে চাই । কিন্তু এঙ্গেজড কারো সাথে করতে চাইনা । তারা বড্ড প্রভাব ফেলে ;(
বনলতা সেন
লেখা ভাল বা মন্দ সেটি এ যাত্রা আমাদের মত সাধারণ পাঠকের উপরে ছেড়ে দিন ।
আর হু হু খুব বেশি প্রযোজনীয় নয় তা এক জনের সাথে হলেও ।
খসড়া
ব্রেক আপ কথাটা এখন বেশ চালু। ১০ বছর আগেও এত মহামারী আকারে ছিল না।
প্রিন্স মাহমুদ
আমার জীবনে এখনও চালু হয়নি । হবার চান্স ও নেই ।
নীলকন্ঠ জয়
বিল্ড আপই হলো না, ব্রেক আপ কি জিনিস বুঝবো ক্যামনে?? ^:^
প্রিন্স মাহমুদ
তুমি সামনে পেয়ে যাবে , শুধু আমি পাবো না
জিসান শা ইকরাম
হু , বুঝছি :p
শুন্য শুন্যালয়
এই হু টা কে? ;?
লেখালেখি বন্ধ করলে আমরা হু কে চাইনা …
ব্রেক আপ ভালো জিনিস …সত্যি বলছি..
প্রিন্স মাহমুদ
আমার জোড়াই লাগেনি । ব্রেকাপ হবে ক্যামনে ?
হু হল একটা মেয়ে । যে আমাকে সুন্দর সুন্দর গল্প বলে । এবং তাকে রাগিয়ে দিতে আমি হু হু করি ।
এই হু আমারে খাইসে । মুখ দিয়ে হু ছাড়া কথাই বের হয়না