
আজ বুকটায় বড় যন্ত্রণা!
এই মাত্র পেলাম বহুল কাঙ্খিত একটি সফল বেদনা,
বাম স্কন্ধে সুখের মত রিনরিনে ব্যাথার আনাগোনা!
এ ব্যাথা হৃদযন্ত্র টের পায়না,
টের পায়না মনের গোপন আয়না!
তোমার আধেক ব্যাথা শুষে নেয় নিকোটিন,
আধেক নেয় আকাশের নীল।
আমি যে বন্দিনী!
কুৎসা জুগুপ্সার ভয়ে সূর্য দেখা হয়নি কোনদিন।
আমার ব্যাথার কথা বলা বারণ,
হৃদয়টাই বারংবার শুষে হয় নীল!
সেই একমাত্র ব্লটিং।
ভালো থেকো হে সভ্য পৃথিবী,
ভালো থেকো সুশীল!
ভালো থেকো প্রিয় প্রজাপতি তুমি ও।
ঢেকে রাখা ঘাসের মতন, বিবর্ণতা আমার মূল রঙ!
আমি আজ রাজাধিরাজ ব্যাথার রাজ্যপাটে!
ব্যাথাগুলো সাজানো প্রাসাদে!
শুনেছি যন্ত্রণার রঙ নাকি নীল!
নীল শাড়ির নিপাট ভাজে কি যন্ত্রণা লুকানো থাকবে?
আলমারি খুললেই হুড়মুড়িয়ে গায়ে পড়বে?
নেপথলিনের সাথে মিশে থেকে নাকে সুড়সুড়ি দেবে?
বড় শখ করে কিনেছিলাম তোমার প্রিয় রঙ!
সাথে রুপোর গয়না, গয়না এখন শিকল।
বুঝলে অনিমেষ,
ভালোবাসা এমনই সর্বনাশ!
প্রমত্ত পদ্মার চেয়ে ও ভয়াল তার গ্রাস!
১০টি মন্তব্য
হালিমা আক্তার
ব্যাথা গুলো গোপনেই থাকে। অভিমানে ব্যাথার পাহাড় জমলে কার কি আসে যায়। ভালোবাসার রাহুগ্রাস থেকে মুক্ত হওয়া যায় না। প্রমত্তা পদ্মার ঘোলা জলে হারিয়ে গেলে আর ফিরে আসা যায় না। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
সুন্দর বলেছেন আপু।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
আলমারী খুলে হুড়মুড়িয়ে পড়লেই কি কমে যাবে?
বরং ব্যথাকে পাত্তা না দেয়াই বেটার।।
শুভকামনা অশেষ 🌹
খাদিজাতুল কুবরা
সে-ই তো। সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন।
ভালো থেকো।
অনেক ভালোবাসা রইল
সাবিনা ইয়াসমিন
অনিমেষ এগুলো বুঝে না। তাদের ব্যথা শুষে নেয়ার অনেকানেক উপাদান থাকে। কাঙ্ক্ষিত যাতনা গুলো যখন বুক ফুঁড়ে হৃদপিণ্ডটা এফোড় ওফোড় করতে থাকে, তার খবর অনিমেষ এর কাছে পৌছয়না। গয়নার শেকলে বাঁধা বন্দীর শোক কারো কাছেই পৌঁছাতে পারে না।
খাদিজাতুল কুবরা
ছোট বেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র পড়ে মনে হয়েছিল, এ আবার কেমনতর যন্ত্রণা যে একেবারে সব ছেড়ে চলে যেতে হয়।
কিন্তু আজ বুঝতে পারি, নারীর বেদনা ঠিক কতখানি।
কবিতার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আপনার মন্তব্যে।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা
সঞ্জয় মালাকার
ব্যাথা গুলো গোপনেই থাকে।
বুঝলে অনিমেষ
ভালোবাসা এমনই সর্বনাশ!
প্রমত্ত পদ্মার চেয়ে ও ভয়াল তার গ্রাস!
ভালো থাকবেন শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
পড়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
সৌবর্ণ বাঁধন
শব্দদের কবিতা হয়ে উঠতে হলে যে মায়াবী যাদুময়তার দরকার হয় তা এই কবিতায় ঝংকৃত হচ্ছে। অনেক চমৎকার লেখা। শুভকামনা সবসময়।
খাদিজাতুল কুবরা
এমন সুন্দর মন্তব্যের জন্য লিখতে হবে আরো।
অনেক ধন্যবাদ আপনাকে।