ব্যাথাতুর মনঃ

তৌহিদুল ইসলাম ১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ০৯:১৬:৩০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

আমি জানতাম ব্লগাররা উদারমনা হয়, আসলেই কি তাই? জিসান ভাইয়া একবার আমায় বলেছিলেন ব্লগাররা অভিমানী হয়। তাদের পোস্টে মন্তব্য না করলে অন্যদের পোস্টেও তারা মন্তব্য করেন না। বিষয়টি কি তাই? তাহলেতো এখন আমার নিজের লেখায় যারা মন্তব্য করেন শুধু তাদের লেখায় আমার মন্তব্য করা উচিত, তাই নয় কি?

লেখায় ভালোমন্দ মন্তব্য করলে লেখক উৎসাহ পান নতুন কিছু লেখার। আশাকরি এটা সবাই মানেন। কিছু লেখক পোস্ট দিয়ে নিজের পোস্টের কমেন্টের জবাব দেন, আর অন্যদের পোস্টে ঢুঁ মারেননা কেন? এমন অনেকেই আছেন কিন্তু যারা আমার লেখাও পড়েননি কোনদিন।

সময়ের অভাব, নাকি অন্যকিছু?ছোট লেখক বলে যদি এড়িয়ে যান তবে আপনাকে অভিনন্দন। একজন মুক্তমনার মতই আচরন করছেন আপনি। হয়তো সব লেখায় সবসময় মন্তব্য করা হয়না সবার। তবে মাসে একবারও কি আসেননা ব্লগে? নিজের লেখাতো মাসে দুটি করেও দেন এখানে, তাহলে?

আফসোস!! অন্যদের মত বড় লেখক হতে পারলামনা। আচ্ছা একদিনে বড় লেখক হওয়া যায়? যদি যায় তাহলে সে উপায়টি বলে দিননা প্লিজ। আমিও বড় লেখক হতে চাই একদিনে।তবে আমি কিন্তু তখন সবার লেখাতেই কমবেশি মন্তব্য করবো, গঠনমূলক মন্তব্য।

আসলেই এটা ইচ্ছের অভাব।

মনে কষ্ট পেলে দুঃখিত। কি করবো, আমার মনও যে ব্যথিত।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ