!—- ব্যাকআপ — !

সকাল স্বপ্ন ২৪ আগস্ট ২০১৬, বুধবার, ১০:৫৫:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি, সমসাময়িক ৮ মন্তব্য

কিসে লাগে না এই ব্যাকআপ এই কথা কে বলতে পারে ?
জানি এঁর উত্তর নেই বিদাতার কাছেও আবার হয়তো আছে,
কারন সব কিছু চোখের সামনে বিদ্যমান !
এই মহা জগত এঁর পয়দা থেকে শুরু করে ওই শেষ ধুলিকনার প্রযন্ত পেছনে রয়েছে এই ব্যাকআপ!
আবার এই পৃথিবীর ভেতরে মানব জাতির জীবন সংসার জন্য রয়েছে +-*% ইত্যাদি জন্য ব্যাকআপ রয়েছে,
সব মিলিয়ে আমাদের রাজনীতি পুণ্য জীবনের জন্য অতি প্রয়জন এই বেক আপ ।
ভালোবাসার জন্য চাই মনের ব্যাকআপ ,সেই মনের জন্য প্রয়োজন অবস্থার ব্যাকআপ, অবস্থার জন্য চাই সচ্ছলতার ব্যাকআপ,আর সেটার ব্যাকআপ হচ্ছে
---- টাকা ------!
মানে বিনিময়ের প্রধান মাধ্যম ব্যাকআপ ----!
আবার এই ব্যাকআপ এঁর ব্যাখ্যার জন্য রয়েছে হাজারো ব্যাকআপ -!
সৃষ্টি থেকে স্রষ্টা সব কিছুর পেছনে মুলে রয়েছে ব্যাকআপ -!
মায়ের ভালোবাসা সে তো নাড়ির টানের,সন্তান এঁর ভালোবাসা সে তো রক্তের,বন্ধুর ভালোবাসা সে তো মনের,ভাইবোন এঁর ভালোবাসা সেটা আত্মার। আবার
পানির ব্যাকআপ ছারা বাথরুম ও যাওয়া কষ্টের যদি না টিস্যুর ব্যাকআপ থাকে,
কেন এতো ব্যাকআপ নিয়ে কথা তার কারন হল অনেক পণ্ডিত মনে
করে আবেগ এঁর অবস্থান দিয়ে সব কিছুর সমাধান করা সম্বব,
যারা দেশের বাহিরে থাকেন তাদের একটা কমন ডায়লগ আছে--!
আরে ভাই!
বিদেশ আইসা লাভ নাই কষ্ট আর কষ্ট !টাকাই সব কিছু না দেশের কাছে থাকা দশের কাছে থাকা,পরিবার এঁর কাছে থাকা হইলো বড় বিষয়,
আমার তখন ইচ্ছা করে তাদের বলতে তাহলে তোমরা কার গাছের স্বনের কলা ছিঁড়তে গেছ ?
যা সে ছিঁড়তে পারে না ।
নিজের জীবনের পরিবর্তন এঁর জন্য কিছু ত্যাগ করা এটা এই পৃথিবীর সার্থকতা এবং এঁর মুল হল জীবন গতির নিতি !
নিজের চাহিদার সুখ,মনের শান্তি, নিজের সচ্ছলতা হল দুনিয়ার জীবনের সফলতা।
আল্লাহর করুনা ছারা বাকি সবার সকল প্রকার করুনা স্বার্থপরতা !
এটা কেহ স্বীকার না করলেও এটা বাস্তব সত্য!
কারো ভাগ্যর ছক্কার গুটি টা বার বার আসে আর কারো ভাগ্যে দু একটা ছক্কা হতে গিয়েও পোক উঠে যায় এটা তার জন্য নাকি পরীক্ষা !
তামাসা এখানে কে করছে তা সবাই জানে কিন্তু সবাই কে নিয়ে তো আর কথা বলা যায় না এটা হল সেই সব মানুসদের জন্য নিয়তির চাল !
আমরা মানুষকে অনুপ্রেরনা দিতে সিখি না কারন তাতে নিজের ভালো হওয়ার পরিবর্তন টা নিজের জন্য ফরজ হয়ে দারায়,
সেটা হলে তো আবার হুজুরের মুখ খারাপ করার বিধান হারিয়ে যাবে,
এই জগতের দুনিয়ায় মানুস মুখে কথা বলায় পাকনা হাজারও কিন্তু কাজের বেলায় ঠনঠন এমন এর অভাব নেই!
মুখে যতই আপনি শানাই গান টাকা কিছু না সেটা গাদার বয়ে নিয়ে যাওয়া বোজার মতো দেখায়- ডায়লগ বাজি !
বলা উচিত ওটাই সব কিছু সুদু সামান্য কিছু না ।
ব্যাকআপ এঁর প্রধান বিনিময়ের এই মাধ্যম টা কি জিনিস তখন ই টের পাবেন যখন নিজের কাছের মানুষটার টাকার অভাবে মন মত রোগ নিরাময় এঁর চেষ্টা করতে পারবেন না।
এমনটার উদাহরন পত্রিকা খুলেলেই দেখা যায় এনার ওখানে ছিদ্র ,
তেনার এই সেই ক্যানসার, ওনার ক্যামেরার ল্যান্স খারাপ ( চোখ )
কি চাই আবেগ,----না তাহলে চাই কি বিনিময়ের মাধ্যম টাকা !
সেটা তো আপনি গলা ফাটালে আসবে না তাঁর বেবস্থা আপনাকেই করতে হবে এবং আবেগ বানী পকেটে রেখে করুণার পাত্র হতে হবে,
যখন কোণ সচ্ছল মানুস অনেক চেষ্টার পর বিফল হয় তখন তাঁর ওই পরিমান থাকে না যতটা অচ্ছল বেক্তির টা থাকে।
আবেগ দিয়ে কবিতা, গল্প ,উপন্যাস, বানী বলা সম্ভব কিন্তু তাঁর অবস্থার
অনুভহুতি অনুভব করা সম্ভব নয়,
তাই এই ব্যাকআপ কে ছোট করে দেখবেন না !
নয়তো জীবন টাকে প্যাকআপ মাঝে হাতরিয়ে বেড়াবেন !
মূলকথা-- নিজের ভালো অবস্থার হাদিস অন্যর উপর ট্রাই করবেন না !
আপনার যেই সফলতা সেটা আপনার প্রাপ্য সেটা অন্যর ক্ষেত্রে একই রুপে আসবে তাঁর কোনও নিয়ম নেই!
যতটুকু পারেন ভালো কিছুর উৎসাহ দিন অবহেলা নয়!
নিজের বড়ও অবস্থানে আবেগ এর খেই হারাবেন না – এই যেমন তুই তুকারির বলার খাচিয়ত জোঁকার নিজেকে বানিয়ে নেওয়া !
সারংলিপির মধ্যে জীবনের গল্প থেমে থাকে না টা অন্য ভাবেও বের হয়ে আসতে পারে।

সচেতনতায়---- সকাল স্বপ্ন !

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress