ব্যাংক লুট !

সুপায়ন বড়ুয়া ১ মার্চ ২০২০, রবিবার, ০৯:৫৩:০৪পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য

সব ব্যাটারাই ফোরন কাটে
যখন তারা আমায় দেখে
তাদের বলি, কাজটা করো,
উৎপাদনে গতি আনো।
তবেই তোমরা সফল হবে
মাসের শেষে মজুরী হবে
ঈদ উৎসবের বোনাস হবে
উৎসব বোনাস দ্বিগুন হবে
হাজীরা বোনাস সবে হবে।

তখন তারা মুচকি হেসে
মুখ লুকিয়ে বলে উঠে
ঝুট বলিস তুই ঝুট।
তুই শালা এক চোরের ব্যাটা
ব্যাংক করেছিস লুট।

কপালটাই আমার এমন খারাপ
শ্রম বিক্রির টাকা দিয়ে করেছিলাম শিল্প
মানুষ কিছু কাজ পাবে দু:খ গুচবে অল্প।
দেশে কিছু আসবে ডলার
বিদু্ৎ তৈরির গতি হবে
জ্বলবে ঘরে বাতি।

সব শ্রমিকেরা বলতে থাকেন
সাধু সেজে থাকেন তিনি আমার ম্যানেজার
ভাবখানা তার সদাই থাকে তিনিই জমিদার।
সব কিছুতে শেয়ার থাকে সকল কাজে চুরি
উৎপাদন হিসাব কারসাজিতে ওভার টাইমে চুরি
শ্রমিক নিয়োগ কারসাজিতে বেতন ভাতায় চুরি
টিপিন কেনার কারসাজিতে খাবার পরে শর্ট
রাগে ক্ষোভে বিগড়ে গিয়ে শ্রমিক ধর্মঘট।

উৎপাদনের বারোটা বাজে শিপমেন্ট হয় বাতিল
ব্যাংকের টাকায় এলসি খোলা লুট করার সামিল
বন্ধুটাকে বিশ্বাস করে ব্যাবস্থাপনায় দিলাম
সব কিছুই আজ লুটে পুটে কারখানাটাই নিলাম।

আমজনতা আজ ফোরন কাটে
যখন তারা আমায় দেখে
চোরের ব্যাটা গাড়ী হাকায়,ব্যাংক করেছে লুট।

সুশীল বাবু আঙুল তোলেন
বড় গলায় তারা বলেন
ব্যাংকের টাকা পাচার করে,ব্যাংক করেছে লুট
সেকেন্ড হোমে পাহাড় গড়ে ,ব্যাংক করেছে লুট
তুই শালা এক চোরের ব্যাটা
ব্যাংক করেছিস লুট তুই
ব্যাংক করেছিস লুট।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ