ব্যস্ত নাগরিক জীবনে

ক'রেখেলা_কাটেবেলা ৩০ আগস্ট ২০১৩, শুক্রবার, ০১:০৫:১২পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

ব্যস্ত নাগরিক জীবনে­-
প্রেম, স্নেহ, ভালবাসা
অশ্রুজলে  শুধু ভাসা
গেছে সব বহু দূরে স্মৃতি থেকে হারিয়ে
ব্যস্ত নাগরিক জীবনে ।

তবু প্রেম আসে শরীরে,
ক্ষণিকের রতিসুখে আবেগের জোয়ারে
যেমনটি যায় দেখা খাজুরোর দেওয়ালে
দেবমূতি পড়ে ঢাকা মিথুনের বাহারে
ব্যস্ত নাগরিক জীবনে ।

 

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ