11188151_10206298885647421_3037421217554607096_n

প্রতিদিন এক এক টুকরো ব্যর্থতা আমার মুখোমুখি হয়।
একেকটির একেক নাম,
কিন্তু ওদের মুখাবয়ব একই রকম।
কতোবার যে ভুল নামে ডেকে উঠেছি,
ওরা কিছুই মনে করেনা।
এক অদ্ভূত পরিতৃপ্তি নিয়ে
সমস্ত জীবন পরিক্রমা করে---
গতির চেয়েও দ্রূতবেগে ছোটে;
শেষ কিংবা শুরু বলে কোনো শব্দ
ব্যর্থতার অভিধানের কোথাও নেই।
ইশারায় ফিসফিস করে কথা বলে;
এভাবেই রোজ।

প্রতিদিন এক একটুকরো ব্যর্থতার সাথে দেখা হয়ে যায় আমার।
যেমন চোখ মেললেই ভোরের আকাশ,
পা ফেললেই মাটি কিংবা পাথুরে পথ,
হাত বাড়ালেই নিঃসঙ্গতা,
ঠিক তেমন ভাবেই দেখা হয় ব্যর্থতার সাথে আমার,
(নাকি নিজের সত্ত্বার পরাজিত মুখোশের সাথে?)!
কতোবার ভুল নামে ডেকে উঠেছি,
কিন্তু কখনোই কিছু মনে করেনি।
ব্যর্থতা তো মানুষ নয়, যে ভুল বুঝে দূরে সরে যাবে।
মস্ত বড়ো ভুল দিয়েও,
পরাজিত করেও
মানুষের মতো সরিয়ে নেয় না নিজেকে কখনো।
কারণ ব্যর্থতা তো আর মানুষ নয়।

হ্যামিল্টন, কানাডা
২৩ জুন, ২০১৫ ইং। 

**ছবিটি আমার তোলা ব্রাশেলস, বেলজিয়ামে থাকাকালীন সময়ে ২০১০ সালের ১৬ জুন তারিখে।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ