ব্ড্ড জানতে ইচ্ছে করে..

ফজলে রাব্বী সোয়েব ২৫ মার্চ ২০২২, শুক্রবার, ০১:১২:৪২পূর্বাহ্ন কবিতা ২ মন্তব্য

আমি থাকবো না যখন, তখন,

আমার কথা কি মনে হবে তোমার?

কেন জানি মনে হয় হবে,

তবে তা হঠাৎ করেই, মাঝে মাঝে।

তোমার অনুভূুতিটা তখন চেষ্টা করব বোঝার,

কতটুকু বুঝবো তা বলতে পারছি না এখন।

 

আমাকে না পাওয়ার দুঃখ কি

ছুঁয়ে যাবে তোমার হৃদয়?

কিংবা মনের অজান্তেই হবে অশ্রুসিক্ত?

বড্ড জানতে ইচ্ছে করছে আমার।

 

শোনা যায়, ওপারের আতিথ্য গ্রহণ করার

মধ্য দিয়ে এপারে নাকি শূণ্যতার সৃষ্টি হয়!

কথাটা কি আদৌ সত্য কিনা খুব

ইচ্ছে হয় জানার।

তবে ভয় হয়, ওপার থেকে কি আসলেই

বুঝতে পারবো তোমার অনুভবের কথা!

নাকি ওপারেও শূণ্যতার সৃষ্টি হবে

আমার মাঝে, এপারে তোমার মতই।

 

জানতে ইচ্ছে করে খুব,

বড্ড জানতে ইচ্ছে করে।

 

২৬৩জন ২০২জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ