
টু-শব্দটিও করা যাবে-না (বলা আছে),
শ্বাস-প্রশ্বাসেও না,
হাসির তামাসা দূর-অস্ত;
এ বন্দিত্ব বিলাস-বাসন নয়,নয়
চৌকোশ আলোর প্রতিধ্বনি,
লুকোনো ছুড়ি-চাবুক নয়, এ এক চকচকে হুঙ্কার
দিবালোকে, দিব্যলোকে;
নিপুণ কারিগর দারুণ ব্যস্ত মুহুর্মুহু
নিঃশব্দের আড়াল তোয়াক্কা না করে;
দাসত্বের আলগা ফোঁটা ক্রমাগত ঝরে পড়ছে
চারপাশ জুড়ে;
রক্তাক্ত-স্রোতে ভেসে যেতে যেতে
ক্ষীণতম উচ্চারণ, “ওরে আব্বারে,
তোগো আল্লার দোহাইরে, আমারে ছাইড়া দে!”
অপ্রতিরোধ্য মধ্যাহ্নের প্রচণ্ড খরতাপে
শুধু চাই, একটি মাত্র সুখদ বজ্রের-বিদ্যুৎ
একটিবার মাত্র, একবার-ই।
ছবি নেটের।
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
অপ্রতিরোধ্য মধ্যাহ্নের প্রচণ্ড খরতাপে
শুধু চাই, একটি মাত্র সুখদ বজ্রের-বিদ্যুৎ
একটিবার মাত্র, একবার-ই।
আল্লাহ যেন দেই ব্জ্র-বিদ্যুত ভেংগে চুরে চুরমার হয় অত্যাচারীর খড়গ, বজ্র বিদ্যুতে জ্বলেপুড়ে মরে ঘাতকের সর্বস্ব।
ছাইরাছ হেলাল
আমরা সবাই বিধাতার কাছে সুদিনের প্রত্যাশা রাখি।
ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“অপ্রতিরোধ্য মধ্যাহ্নের প্রচণ্ড খরতাপে
শুধু চাই, একটি মাত্র সুখদ বজ্রের-বিদ্যুৎ
একটিবার মাত্র, একবার-ই। “
তবেই যদি মিলে মুক্তি
ধরনী হোক শান্তি। শুভ কামনা
ছাইরাছ হেলাল
আমরা শুধু চাইতেই পারি, পাওয়াটুকু আমাদের নাগালের বাইরে।
শান্তির আশা আমরা রাখি, রাখতেই চাই।
ভাল থাকবেন ভাই।
মনির হোসেন মমি
শুধু একটি বার
দৃষ্টান্ত; দেখতে চাই
মনের কথাগুলো যেন কাব্যের প্যারায় প্যারায় তুলে ধরলেন।
ছাইরাছ হেলাল
মনের কথা শুধু লিখে যাই এই সোনেলার পাতায় পাতায়।
এর বেশি কিছু পারার/করার যোগ্যতা তো নেই। তবুও আশাবাদ অনেক অনেক।
ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
“বাবা,বাবারা বাঁচতে চাই
বাঁচতে দাও, এবারে”,
এই যে এমন আকুতি ভরা মিনতিতে
যাদের হৃৎপিণ্ড কাঁপে না তাদের কি নামে ধিক্কার দেওয়া যায় আমি জানি না।
নৃশংস অবস্থার থেকে কখনোই কী মুক্তি মিলবে না?
ছাইরাছ হেলাল
আসলে আমরা জানিনা মুক্তি কতদূরে বা কাছে।
সুন্দরের আশায় আমরা শুধুই দিন গুনি।
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
কোন একদিন মুক্তি মিলবেই মিলবে। আমরা সেই প্রত্যাশায় রইলাম।
শুভ কামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
প্রত্যাশার জীবন, আমরা সেই সুদিনের অপেক্ষা করছি
ধন্যবাদ পড়ার জন্য।
আরজু মুক্তা
হৃৎপিন্ড কেঁপে ওঠে বারবার।
ছাইরাছ হেলাল
আসলেই তেমন হয় সবার।
ভাল থাকুন।
শামীম চৌধুরী
ভাইজান
কবিতায় আমার মনের কথাগুলিই বলেছেন। আমিও চাই একবার বিদ্যুত বজ্রপাত পড়ুক সেই ধর্ষকদের উপর। পুড়ে ছাই হয়ে যাক কলংকিত দেহখানি।
দারুন কবিতা।
ছাইরাছ হেলাল
এটুকু ই সম্বল বলতে পারার, লিখে লিখে,
আল্লাহ আমাদের যায় হবেন।
ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
ভিডিওটি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। ঘুমাতে পারিনি। আইয়্যামে জাহেলিয়াতের যুগ কেটে গিয়ে সুদিন আসবেই এটাই প্রত্যাশা। তবে যেতে হবে বহুদূর!
ভালো থাকুন ভাইয়া।
ছাইরাছ হেলাল
প্রত্যাশায় প্রাণ ওষ্ঠাগত। পরিত্রাণের পথ অজানা।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
বজ্র-বিদ্যুতের অপেক্ষায় রইলাম। সমস্ত পাপ, অন্যায় ধূলিসাৎ হোক। প্রতিবাদ, তেজ দারুন ভাবে খুঁজে পেলাম। ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
অপেক্ষার বীজ বুনে যাচ্ছি শুধুই। আর কিছুই জানি না, বুঝিও না।
আপনি ভাল থাকবেন নিরন্তর।
রেহানা বীথি
আছড়ে পড়ুক বজ্রের-বিদ্যুৎ, আমরা প্রতীক্ষায়…
ছাইরাছ হেলাল
আমরা শুধু প্রতীক্ষাই করতে পারি, আর কিছু করার নেই, আসলেই।
বিধাতা আমাদের যায় হবেন, শুধুই এই প্রত্যাশা ই করি।
ধন্যবাদ
জিসান শা ইকরাম
একটি বারের বজ্রের-বিদ্যুৎ এ হবে!
যে অন্যায় চারদিকে তাতে তো মহুর্মুহু বজ্রের-বিদ্যুৎ প্রয়োজন।
ছাইরাছ হেলাল
আমরা শুধু আক্ষেপ অপেক্ষা করতে পারি আর কিছু না।
ধন্যবাদ।
হালিম নজরুল
অপ্রতিরোধ্য মধ্যাহ্নের প্রচণ্ড খরতাপে
শুধু চাই, একটি মাত্র সুখদ বজ্রের-বিদ্যুৎ
একটিবার মাত্র, একবার-ই।
——–আমিও তাই চাই।
ছাইরাছ হেলাল
সবার এমন চাওয়া একদিন সত্যিই পূরণ হবে এ আশা ই রাখি।
ভাল থাকুন।