টু-শব্দটিও করা যাবে-না (বলা আছে),
শ্বাস-প্রশ্বাসেও না,
হাসির তামাসা দূর-অস্ত;

এ বন্দিত্ব বিলাস-বাসন নয়,নয়
চৌকোশ আলোর প্রতিধ্বনি,
লুকোনো ছুড়ি-চাবুক নয়, এ এক চকচকে হুঙ্কার
দিবালোকে, দিব্যলোকে;
নিপুণ কারিগর দারুণ ব্যস্ত মুহুর্মুহু
নিঃশব্দের আড়াল তোয়াক্কা না করে;

দাসত্বের আলগা ফোঁটা ক্রমাগত ঝরে পড়ছে
চারপাশ জুড়ে;

রক্তাক্ত-স্রোতে ভেসে যেতে যেতে
ক্ষীণতম উচ্চারণ, “ওরে আব্বারে,
তোগো আল্লার দোহাইরে, আমারে ছাইড়া দে!”

অপ্রতিরোধ্য মধ্যাহ্নের প্রচণ্ড খরতাপে
শুধু চাই, একটি মাত্র সুখদ বজ্রের-বিদ্যুৎ
একটিবার মাত্র, একবার-ই।

ছবি নেটের।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ