বোবা আয়না

আলমগীর সরকার লিটন ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার, ০৩:১০:০৩অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

এমন আহত দু’চোখ দেখতো
অচেতন হয়ে যেতো এই জীবন সংসার
এমন রক্তক্ষরণ যদি বুঝতো
বালুচরে কান ফাটা স্রোতের শব্দ বয়ে যেতো
অথচ ভাবি না দূরের মাটির
ঘাস ফুল শুধু মনে বিদ্বেষ রোজ প্রকাশ করি
কোন কবিতার ভাষায় কিংবা
রাগান্বিত শিমুল পলাশের রক্ত ঝরা ভাষায়
কেমন করে দেখো বন জঙ্গল
প্রণয় দেখো কই! অন্ত গভীরে নীল বেদনা
এমন করে রাখলে বোবা আয়না।

০৩ পৌষ ১৪২৮, ১৮ ডিসেম্বর ২১

৬২৯জন ৫২৭জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ