
এমন আহত দু’চোখ দেখতো
অচেতন হয়ে যেতো এই জীবন সংসার
এমন রক্তক্ষরণ যদি বুঝতো
বালুচরে কান ফাটা স্রোতের শব্দ বয়ে যেতো
অথচ ভাবি না দূরের মাটির
ঘাস ফুল শুধু মনে বিদ্বেষ রোজ প্রকাশ করি
কোন কবিতার ভাষায় কিংবা
রাগান্বিত শিমুল পলাশের রক্ত ঝরা ভাষায়
কেমন করে দেখো বন জঙ্গল
প্রণয় দেখো কই! অন্ত গভীরে নীল বেদনা
এমন করে রাখলে বোবা আয়না।
০৩ পৌষ ১৪২৮, ১৮ ডিসেম্বর ২১
১৪টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর শব্দ চয়ণ আর উপমার ব্যবহার কবি দা।
অশেষ মুগ্ধতা রইল পাতায়।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
মুগ্ধতা লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
মোঃ মজিবর রহমান
ভাবনার পার্থক্য বুঝিয়ে দিলে কবি ভাই। সুন্দর।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা ভাবনার পার্থক্য বুঝার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
নার্গিস রশিদ
মুগ্ধতা ছড়িয়ে গেলো মনে। ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
জি নার্গিস আপু কাব্যপাঠে মুগ্ধতা লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
খাদিজাতুল কুবরা
লেখাটিতে জীবন দর্শন আছে। আমার ভালো লেগেছে।
আলমগীর সরকার লিটন
জি কবি কুবরা দা
ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————-
আলমগীর সরকার লিটন
জি কবি কুবরা আপু
ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————-
হালিম নজরুল
“প্রণয় দেখো কই!—–
———————–”
চমৎকার চরণ।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিম দা
চমৎকার লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————-
হালিমা আক্তার
রক্ত ঝরা শিমুল পলাশ হয়তো প্রণয় শেখায় না, মনে করিয়ে দেয় হৃদয়ের অন্ত ক্ষরণ এর কথা। চমৎকার শব্দ শৈলী। খুব ভালো লাগলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
খুব ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————-
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার! অফুরন্ত শুভকামনা রইলো