বৈশাখ

আরজু মুক্তা ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ১২:৪৫:১৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

সাদা পান্জাবি পরবে বলে
বৈশাখের তপ্ত দুপুরে
অনেক হেঁটে, ভালোবেসে
তোমার জন‍্য এনেছিলাম
লাল উত্তরীয়।

টি শার্টও মানায় তোমায়
লাল রং চাই
একতারা আর ঢোলের ছবি,
একটা ঘড়ি না হয় দিলাম!

আর এনেছিলাম তোমার জন‍‍্য
সুগন্ধি বেলি, রজনীগন্ধা,
মুঠো ভর্তি  আমার হৃদয়!

আর এক বৈশাখেও
যেনো থাকো সরব
পাখির কলকাকলিতে
ভালোবাসার প্রতীক হয়ে।।

১লা বৈশাখ ১৪২৮

৭২২জন ৪২২জন
52 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ