
সাদা পান্জাবি পরবে বলে
বৈশাখের তপ্ত দুপুরে
অনেক হেঁটে, ভালোবেসে
তোমার জন্য এনেছিলাম
লাল উত্তরীয়।
টি শার্টও মানায় তোমায়
লাল রং চাই
একতারা আর ঢোলের ছবি,
একটা ঘড়ি না হয় দিলাম!
আর এনেছিলাম তোমার জন্য
সুগন্ধি বেলি, রজনীগন্ধা,
মুঠো ভর্তি আমার হৃদয়!
আর এক বৈশাখেও
যেনো থাকো সরব
পাখির কলকাকলিতে
ভালোবাসার প্রতীক হয়ে।।
১লা বৈশাখ ১৪২৮
১৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
পান্জাবী, টি- শার্ট সাথে উপরি রজনী,বেলী আবার দিলখানাও?
বাপরে কপাল কারে বলে!!
চলুক বৈশাখী প্রেম!!
আরজু মুক্তা
হা হা। চলুক খরতাপে উষ্ণ উষ্ণ প্রেম
সুপর্ণা ফাল্গুনী
বৈশাখী সাজ আর বৈশাখী প্রেমে হাবুডুবু খাচ্ছেন!! অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো বৈশাখের। এভাবেই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
আরজু মুক্তা
খরতাপ প্রেম। চলুক
পপি তালুকদার
বৈশাখ মানে রঙের মেলা, বৈশাখ মানে প্রেম ও ভালোবাসা।
বৈশাখের শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
একদম। বৈশাখি শুভেচ্ছা।
শুভ কামনা
হালিমা আক্তার
বৈশাখী সাজের সুন্দর বর্ণনা | শুভ কামনা | ভালো থাকবেন |
আরজু মুক্তা
ভালো বললেন।
ভালোবাসা অবিরাম
ছাইরাছ হেলাল
এত এত এত্ত এত্ত কিছুর সাথে এই খর তাপে এক প্রস্থ বরফ খণ্ড খুব ই প্রয়োজন।
ফরকে ওঠা হৃদয় ঠাণ্ডা করতে।
আরজু মুক্তা
ঠিক বলছেন। দেখি খামে বরফ পাঠানো যায় কিনা!
শুভ কামনা
তৌহিদুল ইসলাম
প্রেমে মাতোয়া প্রেমিকপ্রেমিকা সব পেলো, পেলোনা শুধু বাইরে যাবার অনুমতি! লকডাউনের পরে নিজেদের মধ্যে পহেলা বৈশাখ পালিত হবে অবশ্যই।
সে কাহিনি লিখতে থাকুন, অপেক্ষায় রইলাম কিন্তু।
সুন্দর লিখেছেন আপু। শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
চলুক কলম। বৈশাখ আবার সমহিমায় ফিরে আসুক।
ধন্যবাদ ভাই।
সৌবর্ণ বাঁধন
সুন্দর লিখেছেন শব্দগুলো।
আরজু মুক্তা
আমি কবিতা লিখতে পারিনা। তবুও চেষ্টা করা।
ধন্যবাদ দাদা
আশরাফুল হক মহিন
বৈশাখ মানেই উৎসবের খেলা বৈশাখ মানেই প্রেম ভালোবাসা
শুভকামনা আপনার জন্য
আরজু মুক্তা
ভালো বললেন। বৈশাখ আমাদের প্রাণের উৎসব।
শুব কামনা