বৈশাখীঁ গান

মনির হোসেন মমি ১২ এপ্রিল ২০১৪, শনিবার, ০৯:৩৯:১০পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

বৈশাখ এলে শুনি

ব্যাবসায়িক পাড়ায় সাজঁ সাজঁ কলরব

বৈশাখ এলেই শুনি

পান্তা ইলিশেঁর হা হা কার।

বৈশাখ এলেই শুনি

নতুন করে দেশ গড়ার বাচার ডাক

বৈশাখ বিদায়ে গত শুনি

দেশ ভক্ত শপথগুলো নিপাত যাক।

বৈশাখ এলেই দেখি

নতুনত্ত্বের সর্বত্র চলে অর্থ ব্যায়ের উম্মাদনা

বৈশাখ এলে শুনি

ধর্মের দোহাইয়ে বৈশাখ পালন করতে মানা।

বৈশাখ এলেই শুনি

বৈশাখী সূরে মাটির গান,মেলার আয়োজন

বৈশাখ এলেই দেখি

ছোপ ছোপ লাল সবুজ রংয়ে টাটুর উৎসব।

বৈশাখ এলেই দেখি

কৃষক-কৃষাণীর মূখে ফসলে খুশির আর্বিভাব

বৈশাখ এলেই থাকি আতংকে

কখন যে আসে গরীব দুঃখীর সূখের ঘরে সর্বনাসা ঝড়।

বৈশাখঁ এলেই অপেক্ষমান

আষাঢ়ের ঝড় ঝড় বৃষ্টির নূপুরের ধ্বণি

বৈশাখঁ এলেই অপেক্ষমান

গ্রাম-গঞ্জে ডুবে থাকা বন্যা বানের জলে।

বৈশাখ এলেই শুনি

গাই সাম্যের গান,করি মিনতি

"সকলের তরে সকলে আমরা

প্রত্যকে আমরা পরের তরে"

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress