বেহুদাই কেন বও বেসামাল জল ?

রিমি রুম্মান ৯ নভেম্বর ২০১৫, সোমবার, ১০:৩৯:১২অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

এই শহরের ঝুম বৃষ্টির দিনে
ডায়েরিতে লিখে রাখি
"এখানে আজ খুব বৃষ্টি হচ্ছে"
এর মানে, তোমায় খুব মনে পড়ছে।

ইদানিং যেদিকে চাই গাছ কিংবা পথ
কেবলই সবুজ, লাল আর হলুদ
তাই আজ লিখলাম, "প্রকৃতি এখানে অন্যরূপে সেজেছে"
এর মানেও কিন্তু, তোমাকে খুব মনে পড়ছে।

সেন্ট্রাল পার্কের হলুদের মাঝে তোমাকে খুঁজেছি খুব
লাল কৃষ্ণচূড়ায় ছেয়ে থাকা প্রিয় মিশন রোড
আমার কৈশোরের চড়ুইভাতি'র মেঘনার চর
খুঁজেছি হন্যে হয়ে, প্রিয় হাজী মহসিন রোড
ভালোবাসা তোমায়, খুঁজে ফেরা প্রিয় চাঁদপুর শহর।

12231268_966455033424546_1484142950_n [320x200]

সেন্ট্রাল পার্ক, নিউইয়র্ক
৮ নভেম্বর ২০১৫ ইং

 

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress