বেহায়া মন

ফাহাদ মিয়া ২৭ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৮:২৬:০৮অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

আমি দুঃখের বেদন বুকে নিয়া হাসি মিথ্যা হাসি,

যে মোরে আঘাত করে,আমি তারেই ভালোবাসি!

যে আমারে হতাশার সাগরে ডুবাইয়ে মারিতে চায়,

ভোলা মন কেন বারে বারে লুটিয়ে পড়ে তার পায়?

যে মারে বুকে লাথি মোর,তারে লই বুকে টানি,

যে আঘাতে জর্জরিত প্রাণ,যার কারণে মানহানি!

যে দেখালো মিথ্যা সপন দিন রাত্রে বেশ,

ঘুম ভাঙ্গলে তাকাই দেখি, নিশিষেই সব শেষ!

একদিন যারে করলাম আমি অন্ধের মতো বিশ্বাস,

পরিশেষে সে অন্ধ বানাইয়া,কারিয়া নিলো নিঃশ্বাস।

যারে শুধু আপন আপন করিয়া গলা শুকাইয়া যায়,

সেই কি আর বয় কবু আমার হতাশার দায়?

অবশেষে মানুষ চিনিতে করি ভুল;আমি মানুষ চিনিতে ভুল করি,

আঘাত পাইয়া দিলের ভেতর,বারবার বাঁচি-মরি।

নরম মনের মানুষেরাই এমন বুঝি হয়,

নিজের জীবন দান করিয়াও, আপন নাহি রয়!

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ