আমি চেয়েছিলাম,
খুব করে চেয়েছিলাম,
নিজের সীমা ভুলে চেয়েছিলাম,
আমি নামক ব্যথাটা তোমার হোক।
আমি নামক ব্যথার তীব্র যন্ত্রণায়়-
যদি কেউ ছটফট করে তবে সে তুমি হও।
আমার ভালো মন্দে মাথাব্যথা তোমারই হোক।
আমার ভূত ভবিষ্যত নিয়ে উৎকণ্ঠায় দিন তোমারই কাটুক।
অথচ কি নিরর্থক ছিলো এ চাওয়া!
আমার কেউ না হওয়া মানুষটার প্রতি-
আমার এই নিরর্থক চাওয়া,
সেই মানুষটাকে কতোটা অস্বস্তি বিব্রতকর অবস্থায় ফেলতে পারে!
তা কখনো ভাবিনি,
মনে ভুলেও ভাবিনি,
ভাবতে পারিনি বলেই,
মনের কোণে জমে গেছে চাপা অভিমান।
আর এই অভিমানের মেঘগুলো একে অপরের সাথে,
সংঘর্ষে আহত হচ্ছে,ক্ষত বিক্ষত হচ্ছে, ঝর ঝর করে রক্ত ঝরছে ক্ষতস্থান থেকে।

সেই ক্ষতস্থানে ব্যান্ডেজ করার জন্য মেডিসিনের প্রলেপ হিসেবে,
নির্বোধ আমি'র এখনো তোমাকেই চাই।
কি অদ্ভুত না ব্যাপারটা!
যার জন্য এতো সংঘর্ষ, এতো কাটাছেঁড়া,এতো রক্ত ক্ষরণ
প্রতিষোধক হিসেবে বেহায়া মন তাকেই চায় সারাক্ষণ।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ