
ঝিরঝির বৃষ্টিস্নাত হেমন্তের এই রাতে
শিরশির বাতাসের শীতল স্পর্শে-
কাঁপা কাঁপা এই আমি’কে উষ্ণ করতে
তোমার বুকের তাপে নাও মিশিয়ে!
উম দাও শক্ত করে জড়িয়ে মোরে!
ওহে প্রিয়, প্রিয়জন!
মুড়িয়েছি কাঁথা কম্বল-
তবুও যে থামছে না কাঁপন
কী জানি কি হবে এখন?
এই দুঃসময়ে শুধু তোমাকেই প্রয়োজন।
ওহে প্রিয়, প্রিয়জন!
হেমন্তের এই অপ্রত্যাশিত অযাচিত-
বেহায় বৃষ্টির আদ্র স্পর্শে; মরি মরি শীতের কোপে।
হায় বেঘোরে প্রাণ বুঝি যায়!
কী জানি কি হবে এখন!
এই দুঃসময়ে শুধু তোমাকেই প্রয়োজন
ওহে প্রিয়, প্রিয়জন!
২৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
হেমন্তের এই বেহায়া বৃষ্টি দেখি কোরো কারো খুবই প্রিয়জন!!
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
অযাচিত বেহায়া হলেও বৃষ্টি সবসময়ই রোমাঞ্চকর
অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি
প্রথম মন্তব্যে আপনাকে পেয়ে দারুণ লাগছে
আরজু মুক্তা
মোটা কম্বল গায়ে দিয়ে শুয়ে পরুন। প্রিয়জন না থাকলেও চলবে। উষ্ণ ছোঁয়া, উষ্ণ পরশ
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা একদম একদম
তথাস্তু! আপনার আজ্ঞা শীরধার্য আপু
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানবেন
সুপায়ন বড়ুয়া
“ঝিরঝির বৃষ্টিস্নাত হেমন্তের এই রাতে
শিরশির বাতাসের শীতল স্পর্শে-
কাঁপা কাঁপা এই আমি’কে উষ্ণ করতে
তোমার বুকের তাপে নাও মিশিয়ে! “
হেমন্তের বেহায়া বৃষ্টি আসে
আশীর্বাদ হয়ে আমার আপুর জন্যে।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
মুড়িয়েছি কাঁথা কম্বল-
তবুও যে থামছে না কাঁপন
কী জানি কি হবে এখন?
এই দুঃসময়ে শুধু তোমাকেই প্রয়োজন।
ওহে প্রিয়, প্রিয়জন!……
এটাতো জ্বরের লক্ষন! এই অবস্থার চিকিৎসা একটাই, নাপা-৪০০ খাওয়া লাগবে। প্রিয়জন কাছে আসুক বা না আসুক, নাপা ১০০% নিজের দায়িত্ব পালন করবে 😀
সুপর্ণা ফাল্গুনী
ডাক্তারনী আপা আমার কোমর ব্যথা , ওষুধ কি খাবো বলেন??😇😇
সাবিনা ইয়াসমিন
নাপা 🙂
সুরাইয়া পারভীন
এ আজব ডাক্তার দিদিভাই
জ্বরের জন্যও নাপা
কোমরের ব্যথার জন্যও নাপা সাজেস্টেড করছে
😁😁😁
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা। এই অসময়ের যদি জ্বর আসে
তবে নাপা দিয়ে কোনো কাজই হবে না আপু
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো ♥️♥️
ভালোবাসা থাকুন সুস্থ থাকুন সবসময়
রেজওয়ানা কবির
এই বেহায়া বৃষ্টি বড্ড জ্বালালো।
সুরাইয়া পারভীন
একদম তাই হা হা হা হা হা
অনেক অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
চমৎকার এক হেমন্ত কাব্যিক পাঠ করলাম কবি আপু অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সবসময়
ফয়জুল মহী
এমন বৃষ্টিতে মিষ্টিময় হোক সময়টা। চা নিয়ে জানালায় বসে বই পড়তে মন চাইবে সবার।
সুরাইয়া পারভীন
যা বলেছেন
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
প্রিয়জন গেল কই? কি খারাপ সে হ্যাঁ। মানুষ কাঁপন কুপনে থরথর আর সে লাপাতা।
তার কাঁপুনির দিনে সারা না দিলেই হবে সাজা ঠিকঠাক।
কাঁথা কম্বলের ভেতর থেকেই এমন আর একখানা লিখে ফেলুন দিকি॥ পড়ে ফেলি।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
তার কাঁপুনির দিনে সারা না দিলেই হবে সাজা ঠিকঠাক।
কি নিষ্ঠুর গো আপনি! হা হা হা হা হা
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আহারে এই শীতল আবহাওয়ায় কাঁথা দিয়ে হবে না, ১০০% প্রিয়জন লাগবেই লাগবে। বেহায়া বৃষ্টি আপুরে ও দেখি বেহায়া করে দিছে 😋😋। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
ইহা একখান জব্বর মন্তব্য হয়েছে
বৃষ্টি আসবে আর মনটা বেহায়া হবে না
তাই কি কখনো হয়!
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
শামীম চৌধুরী
বৃষ্টির এই বেহায়াপনাই টেনে নিয়ে যাবে সেই কাংখিত শীতের কাছে। প্রিয়জনকে সঙ্গে করে শীতের কম্পন থেকে উষ্ণতায় ভরে উঠুক সকলের শীতকম্পন।
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা দাদাভাই।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
বৃষ্টি আমার খুব পছন্দের। বেহায়া বৃষ্টি আমায় ঘুম পাড়িয়ে দেয় ☺
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
কপাল বটে আপনার
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
হালিম নজরুল
হেমন্তের বৃষ্টি তো খুব দুষ্টু!
সুরাইয়া পারভীন
সে আর বলতে
শুধু শুধু কাঁপন জাগায়😁😁
অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া
ভালো থাকুন সবসময়
সঞ্জয় মালাকার
ঝিরঝির বৃষ্টিস্নাত হেমন্তের এই রাতে
শিরশির বাতাসের শীতল স্পর্শে-
কাঁপা কাঁপা এই আমি’কে উষ্ণ করতে
তোমার বুকের তাপে নাও মিশিয়ে!
উম দাও শক্ত করে জড়িয়ে মোরে!
ওহে প্রিয়, প্রিয়জন!
সুরাইয়া পারভীন
ধন্যবাদ দাদা
ভালো থাকুন সবসময়