বেশ্যা ও বিলেতে যায়

অনন্য অর্ণব ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ০২:৩৪:১৮অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

তুই দেশ ছেড়েছিস বলে-
শহরের কিছু অন্ধকার কুঠুরিতে এখন আর বাতি জ্বলেনা
হাই তুলে আকাশ দেখি আমিও- কফির পেয়ালা হাতে,
এখন আর তোকে খুঁজে বেড়াই না- নির্জন কোন কক্ষে।।

এখন আর লেজ তুলে পায়চারী করে না -
লঙ্কার নেড়ী কুত্তা কিংবা -
অশোক সামন্তের ব্রহ্মচারী কোন প্রকৌশলী যুবক,
সীসার ধোঁয়ার কুণ্ডলীতে ঘোলাটে হয় না
আবছা আলোয় উন্মাতাল মিরাজের পান কক্ষ।।

দেশী বিদেশী বারো পুরুষের বুকের লোমে যার সুড়সুড়ির সুখ
যোনীতে জলজ স্রোতধারা,
আর কুচকুচে কালো পার্সটাও রাতারাতি সরগরম,
সেই তুই এখন টাকাকে ডলারের অঙ্কে গুনতে শিখেছিস
আর এটাইতো শিক্ষিত বেশ্যার সফলতা ।।

আমেরিকার বাতাসেও নাকি শুক্রাণু ভেসে বেড়ায় -
আমি তো ভাবছি কখন তোর বিষাক্ত ঊরুতে আঘাত হানে
পৈশাচিক জীবাণুর দল- সদলবলে।

তুই নেই বলে এখন একটা সিগারেট কম পোড়াতে হয়,
আমার রাত্রি গুলো আসে হাসনাহেনার পাপড়ি হয়ে
নিরন্তর কোন নিষিক্ত স্বপ্নের সিঁড়ি পেরিয়ে।।

23/11/2019

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ