
তোমার ঠোঁটে শ্যামের বাঁশি,
আমার ব্যাথার অনুপ্রাস!
কেমন করে বাজবে বলো,
মায়াবী পয়ার কিংবা প্রেমের কৃত্তিবাস?
যদি সুলক্ষণা শঙ্খ বাজাত সুশীল,
পৃথিবীর হাতে থাকত ফুল চন্দনী অভিনন্দন!
তুমি আমি আমরা হতে পারতাম।
একদিন বিচ্ছেদ হবে এ সম্ভাবনাকে হেসে উড়িয়ে দিতাম।
চৌম্বকীয় আকর্ষণকে উপেক্ষা না করে স্ট্যাচুর নিরবতা ভেঙে গুড়িয়ে দিতাম।
করোটিতে মানুষের পায়ের আওয়াজ নিয়ে আমি তোমার হতে পারিনা সোনা!
ফিরে যাও এমুখো আর হয়োনা।
এটা একটা অভিশপ্ত দ্বীপ,
এখানে অনেক ভালোবাসা আছে, কিন্তু ভালো বাসা নেই।
তোমার উচ্চারিত আদর খুঁজে পেয়েছে আপনঘর!
অনুক্ত শিহরণ জানেন কেবল ঈশ্বর!
ফিরে যাও প্রেমের পূজারী প্রাণেশ্বর।
৫টি মন্তব্য
বন্যা লিপি
এই অথর্ব সময় শুধুই মোহনবাঁশির বেহুদা সুরে বুলিয়ে যায় ব্যধীবদ্ধ কিছু অনুরণণ।
এসেছিলাম পুরোনো দেউড়িপাড়ায়
তারই রেখে গেলাম কিছু সনদ প্রমান….
লিখে যা এভাবেই,,
আলমগীর সরকার লিটন
চমৎকার এক ভাবনার কাব্যিক প্রকাশ কবি আপু ভাল থাকবেন
মনির হোসেন মমি
এটা একটা অভিশপ্ত দ্বীপ,
এখানে অনেক ভালোবাসা আছে, কিন্তু ভালো বাসা নেই।
তোমার উচ্চারিত আদর খুঁজে পেয়েছে আপনঘর!
অনুক্ত শিহরণ জানেন কেবল ঈশ্বর!
ফিরে যাও প্রেমের পূজারী প্রাণেশ্বর।
বাহ্ চমৎকার শব্দের কারুকার্য।মুগ্ধ কবি।
রোকসানা খন্দকার রুকু
সবই আছে আবার কিছুই নেই। অসাধারণ! কবিতাও যে এতো গুছিয়ে গল্প হয় তোমার লেখাতেই কেবল পাই!!!শুভ কামনা নিরত্তর!!!
হালিমা আক্তার
চমৎকার। ভালো বাসার অভাবে সত্যিই ভালোবাসা হারিয়ে যায়। সবকিছু থেকেও যেখানে নেই কিছু আমার। সেখানে কি করে বলি, এ যে আমার আপনার। শুভ কামনা রইলো।