
অনুকবিতা- ১
ডেকোনা আর,
ডাকলেই কি আর
আসবো ফিরে,
পথ হারিয়ে
দিক গেছি ভুলে।
নীড় হারা পাখি
মায়ার বাঁধন কেটে
উড়ে গেছে কোন সুদূরে,
সে কি চাইলেই ফিরতে পারে!
ক্লান্ত ডানা এখন ঝরে পড়ে ।
অনুকবিতা-২
যে টুকু আশায়
সূতো রেখেছিলাম বেঁধে
আজ দিলাম কেটে ,
যা উড়ে যা দুর গগনে।
ক্লান্ত বিকেলের
হেলে যাওয়া রোদে
যেদিন আসবি ফিরে
দরজা দুটো সেদিনও
খোলা রবে।
তোর কপাটে না হয়
দিয়েছিস খিল,
আমার দুয়ার রইলো
অপেক্ষায় চিরদিন।
ছবি সংগ্রহ-নেট থেকে।
১৪টি মন্তব্য
মো: মোয়াজ্জেম হোসেন অপু
বাহ দারুণ বেদনার কাব্য। মন ছুয়ে গেলো
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো। শুভ রাত্রি।
বোরহানুল ইসলাম লিটন
’আমার দুয়ার রইল অপেক্ষায় চিরদিন’
অতি সুন্দর পঙক্তি আপু!
মুগ্ধতা রইল অপরিসীম।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা অবিরাম।
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় এক অনুভবের প্রকাশ কবি হালিমা আপু
ভাল থাকবেন————-
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
ছেড়ে দিলাম উড়িয়ে দিলাম যা যেদিকে যাবার। মন যতোদুর যেতে চায়।
হালিমা আক্তার
মনের সীমান্তে নেই কাঁটাতারের বেড়া। যেখানে খুশি সেখানে যেতে নেই মানা। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
ছেড়ে দিলে মন খুলে
সে গেলো নতুন দুয়ারে
পাবে কি বাসা মন ভোলা
সকল দুয়ার থাকলো।
হালিমা আক্তার
যে যায় সে কি আর কভু আসে ফিরে। পোড়া মন তবু তাঁকেই যেন কাছে ডাকে। চমৎকার ছন্দ। শুভ কামনা রইলো।
ফারজানা তৈয়ূব
দোস্ত,তুই বরাবরই ভালো লিখিস।
হালিমা আক্তার
তোর কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
চাইলেই ফিরতে পারে, ফিরবে-ও।
সমর্পণ বুঝতে পারছি, লেখায়।
হালিমা আক্তার
কিছু কিছু বাঁধন আছে, ইচ্ছে করলেই ছিঁড়ে ফেলা যায় না। কোন এক সময় অভিমান ভেঙে আসতেই হয়। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।