বেদনার কাব্য

হালিমা আক্তার ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ১১:১৫:০৪অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

অনুকবিতা- ১

ডেকোনা আর,

ডাকলেই কি আর

  আসবো ফিরে,

পথ হারিয়ে

দিক গেছি ভুলে।

নীড় হারা পাখি

মায়ার বাঁধন কেটে

উড়ে গেছে কোন সুদূরে,

সে কি চাইলেই ফিরতে পারে!

ক্লান্ত ডানা এখন ঝরে পড়ে ।

অনুকবিতা-২

যে টুকু আশায়

সূতো রেখেছিলাম বেঁধে

আজ দিলাম কেটে ,

যা উড়ে যা দুর গগনে।

ক্লান্ত বিকেলের

হেলে যাওয়া রোদে

যেদিন আসবি ফিরে

দরজা দুটো সেদিনও

খোলা রবে।

তোর কপাটে না হয়

দিয়েছিস খিল,

আমার দুয়ার রইলো

অপেক্ষায় চিরদিন।

ছবি সংগ্রহ-নেট থেকে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ