প্রিয় বন্ধুবর,
সৃষ্টির রহস্যে ঘেরা মানুষ আরো রহস্যে নারী ও পুরুষের মন।
বন্ধু তুমি কেমন আছ? আমি অধম ভালই আছি ফ্বল্টু মেরে। তুমি জানতে চেয়েছ তোমার পরান পাখি কেমন আছে? তোমার পরান পাখি দারুন উতফুল্লে রহিয়াছে অন্য ডালে আশ্রয় নিয়েছে। সে এখন অন্য কাধে মাথা হেলান দিয়া সুখ লইতাছে। সুখের মহানন্দে পার্ক ও রিক্সা ভ্রমন রাতে দিনে প্রফুল্লবদনে আনন্দ চিত্তে গান গায় স্বপ্ন বোনে তুমি বাদে অন্যকে নিয়া। তুমি এসে দেখে কস্ট পাবে,ভালো হয়েছে না আসায়। আর অন্তরের মাঝে দুখ রাখার স্থান থাকলে চলে এসো। কিন্তু আমার কাছে কান্নাজড়িত কন্ঠ দেখাবানা। আমি পারবনা।
পর সমাচার তুমি আসলে তোমার বন্ধু আর তোমার নাগর এর নতুন স্বপ্ন দেখতে পারবা।
না আর লিখতে পারছিনা মাথা নড়বড়ে ও গুলায়ে ফেলতাছে।
তোমার স্বশরিরে এসে দেখাই মংগল।
শুভেচ্ছান্তে তোমার ম্যাচমেট।
সত্য ঘটনা। গার্লফ্রেন্ড ইংলিশে ফেল করায় বন্ধুকে বলেছিল ওর কোন সমস্যা হইলে খেয়াল রাখিস। আমি গ্রামে গেলাম চাকরি চেস্টায়। তার মাঝেই বন্ধু আর গার্লফ্রেন্ড ক্লোজ হয়ে যায়।
Thumbnails managed by ThumbPress
২৭টি মন্তব্য
বন্যা লিপি
হা হা হা…… দারুন এক চিঠি পড়লাম।
বন্ধুবর তাহারপর উত্তরে কি লিখিয়াছিলো, জানিতে বড়ই আগ্রহ হইতেছে।
মোঃ মজিবর রহমান
হ্যা আপু, আগামি কিছুদিনের মধ্যে করুন একটি পত্র আবার লিখব। আশা রাখি।
নিতাই বাবু
আপনার লেখা চিঠি পড়লাম, দাদা। বেশ ভালো হয়েছে। শুভকামনা আপনার জন্য।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি শুভকামনা রইল দাদা।
রেহানা বীথি
ভালো লাগলো আপনার চিঠি
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা নিবেন। ভাল থাকুন অহরনিশ
রেজওয়ান
সেই লেভেলের চিঠি!✌সকাল সকাল কি পড়লাম?😂
মোঃ মজিবর রহমান
মন খারাপ করে দিলাম। তারপর ভাল থাকুন। আপনাদের প্রতি শুভেচ্ছা রইল।💝
রেজওয়ান
না ভাই মন খারাপ হয়নিতো। হাসছিলাম অনেক😜আপনিও সব সময় ভালো থাকুন❤
মোঃ মজিবর রহমান
দোয়া করবেন আল্লাহ যেন ভাল ও সুস্থ রাখে
সাবিনা ইয়াসমিন
গার্লফ্রেন্ড কে বন্ধুর জিম্মায় রেখে গেলেতো এমন হবেই 😀😀
এটা যদিও হাসির চিঠি না, তবে আমি না হেসে পারছিনা 😂😂
মোঃ মজিবর রহমান
আমি হাস্তে পারি নাই। হাজার হলেও ম্যাচমেট পাশাপাশি থেকেছি। ঘুরেছি।
মোঃ মজিবর রহমান
বন্ধুর জিম্মায় না রেখে কি বা করার আছে।এরই নাম কপাল। ভোগে জোটে না। 😁
জিসান শা ইকরাম
এমন ঘটনা হাসির খোরাক যোগায়।
একটি বাস্তব সত্যি ঘটনা আমাদের এলাকায়।
একজনের ভাগনে তাঁর প্রেমিকাকে নিয়ে পালিয়ে মামার বাসায় উঠলো রাতে। পরদিন কাজি ডেকে বিয়ে পড়াবে বললো মামা। মেয়েটি দেখতে খুবই সুন্দরী ছিলো। পরদিন কাজী ডেকে বিয়ের আয়োজন সম্পন্ন হলো।
বিয়ে হলো ঠিকই, তবে মেয়েটিকে বিয়ে করলেন মামা নিজেই। মামার ছোট বউ হয়ে ভাগনে তাঁর প্রেমিকাকে ডাকলো মামি 🙂 ঐ সময়ে দ্বিতীয় বিয়েতে মানুষ তেমন সমালোচনা করতো না।
মোঃ মজিবর রহমান
আমি নিরবাক ভাইয়া। মামা! ডবল মা।
তৌহিদ
হা হা হা!! চিঠি পড়ে মজা পেলাম ভাই। তবে বাস্তবতা এমনই। জীবনের প্রয়োজনে অনেকক্ষেত্রেই বন্ধুর খোঁজখবর নেয়া হয়ে ওঠেনা।
মোঃ মজিবর রহমান
তৌহিদ আমার ঐ ম্যাচমেট বন্ধুর বাড়ি লালমনিরহাট ডালিয়া ব্যারেজের নিকট ছিল।
জানিনা সেই বন্ধু এখন কেমন আছে?
মোঃ মজিবর রহমান
খুব দুক্ষিত তৌহিদ ভাই হবে।
তৌহিদ
ব্যাপার না বড়ভাই!!☺☺
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন
ছাইরাছ হেলাল
আরে ভাই, এতো সত্যি সত্যি বেড়ায় ক্ষেত খেয়ে ফেলেছে।
আপনি দেখছি চিঠিতেও পাকা।
মোঃ মজিবর রহমান
পাকা আর হতে পারলাম কই? কট্টর প্রেমিক্রা খুব ভাসা বোঝে আমি বুঝি না। ভালো থাকুন।
শাহরিন
মানুষের জীবন বড়ই বিচিত্র। ভালো থাকুক কষ্ট দেয়া ও কষ্ট নেওয়া মানুষ জন।
মোঃ মজিবর রহমান
থাক ভাল আল্লাহ মেহেরবান।
আরজু মুক্তা
চিঠিটা পড়ে অনেকক্ষণ হাসলাম।
মোঃ মজিবর রহমান
আমি হাসিনি কস্ট পেয়েছি।
সুরাইয়া পারভিন
এমনটা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
চমৎকার লিখেছেন