বেকার

জি.মাওলা ৭ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৪:০৬:২৯অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

বেকার

কাজ করতে চায় তারা
পায়না তবু কাজ
এমনি করে জমছে দেশে
লক্ষ বেকার আজ।

ছোটা ছুটি ঘোরা ঘুরি
অনেক করে শেষে
হতাশ হয়ে ওরা তখন
কুসংগেতে মেশে।

কেওবা আবার ভেড়ে ডাকাত
কিংবা
ছিনতায়ের দলে।

কেও গিয়ে ঝাঁপিয়ে পড়ে
রেলের চাকার তলে।

অনেকে আবার মেতে উঠে
নেশার রঙিন জালে।

এদের জন্য ভাব সবাই
আসল দোষী কারা?

আসল দোষী ধনী মালিক
শোষণ করে যারা।
https://www.facebook.com/golammaula.akas/posts/607990559268873

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ