বেঁধে রেখো মোরে

প্রদীপ চক্রবর্তী ২ মে ২০২০, শনিবার, ১০:১৫:৫২অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

ঘন নিবিড় পথের সন্ধানে খুঁজেছি তোমায় দিবসরজনী, কত বেলা অবেলায় মধুর স্বপ্নের মোহে আশায় আশায় কাটিয়েছি।

সারস আবাসনে হবো যবে মিলিত মোরা,
আলোয় আলোয় রচিব কত ধ্রুবতারা।
মুখোমুখি মিলনের মধুময় মধুর লগ্নে,
সমর্পিত হবো সেথায় দুজন পুলকিত প্রেমে।

সহস্র দিনের শেষে ঝরে পড়া কলি,
তোমারি মুগ্ধ পরশে চেয়ে থাকে দিবারাত্রি।

আলোভরা আকাশে আছে যত তারকারাজি,
তোমার হিয়াপানে মধু বুনে কত মৌমাছি।
শান্ত ছায়া আচ্ছাদিত যমুনার কুলীন তীরে,
আঁচলে আঁচলে মাতলো তবে বর্ষার আগমনী নীরে।

কুঞ্জকাননে মিলিত হবো মোরা যবে,
অপেক্ষার প্রহরে চেয়ে থাকি অভিসারী হয়ে আসবে তুমি কবে।

যে অঙ্গে মোরে দিয়েছ প্রেমের লহরি,
সে অঙ্গে লাগুক প্রেমের দোলা ফুটুক গোলাপের পাঁপড়ি।
বেঁধে রেখো মোরে প্রিয় তোমারি কণক কঙ্কণে,
আমি যে প্রেমের রসনায় তোমায় সঁপেছি আলোক বন্ধনে।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ