
ঘন নিবিড় পথের সন্ধানে খুঁজেছি তোমায় দিবসরজনী, কত বেলা অবেলায় মধুর স্বপ্নের মোহে আশায় আশায় কাটিয়েছি।
সারস আবাসনে হবো যবে মিলিত মোরা,
আলোয় আলোয় রচিব কত ধ্রুবতারা।
মুখোমুখি মিলনের মধুময় মধুর লগ্নে,
সমর্পিত হবো সেথায় দুজন পুলকিত প্রেমে।
সহস্র দিনের শেষে ঝরে পড়া কলি,
তোমারি মুগ্ধ পরশে চেয়ে থাকে দিবারাত্রি।
আলোভরা আকাশে আছে যত তারকারাজি,
তোমার হিয়াপানে মধু বুনে কত মৌমাছি।
শান্ত ছায়া আচ্ছাদিত যমুনার কুলীন তীরে,
আঁচলে আঁচলে মাতলো তবে বর্ষার আগমনী নীরে।
কুঞ্জকাননে মিলিত হবো মোরা যবে,
অপেক্ষার প্রহরে চেয়ে থাকি অভিসারী হয়ে আসবে তুমি কবে।
যে অঙ্গে মোরে দিয়েছ প্রেমের লহরি,
সে অঙ্গে লাগুক প্রেমের দোলা ফুটুক গোলাপের পাঁপড়ি।
বেঁধে রেখো মোরে প্রিয় তোমারি কণক কঙ্কণে,
আমি যে প্রেমের রসনায় তোমায় সঁপেছি আলোক বন্ধনে।
২৫টি মন্তব্য
ফয়জুল মহী
সুন্দর ও আবেগময় কবিতা । শুভ কামনা ।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ, চমৎকার লিখেছেন। প্রিয়ার বাঁধনে বাঁধা থাকুন সারা জীবন। শুভ কামনা রইলো সবসময়ের জন্য
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি।
সাধুবাদ দিদি।
জিসান শা ইকরাম
নির্মল প্রেমের কবিতা,
ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি,
সাধুবাদ দাদা।
সাবিনা ইয়াসমিন
বাহ, চমৎকার কবিতা।
মিলিত হওয়ার জন্যে সারস আবাসন কি ভালো হবে? তাহলে সারসের দল যাবে কই!!
গোলাপের সুঘ্রাণ পাচ্ছি এখান থেকেই। খুব সুন্দর। তোমার বাগানের ফুল?
প্রদীপ চক্রবর্তী
সারস প্রকৃতির অবয়ব!
তাদের আবাসন প্রকৃতিকে নিয়েই।
সারসরা সন্ধ্যায় নীড়ে ফিরে আর আমরা ধ্রুবতারার রচনা করে আলোয় আলোয় মিলিত হবো।
.
হ্যাঁ দিদি আমাদের বাগানের ফুল।
সাধুবাদ আপনাকে।
সঞ্জয় মালাকার
চমৎকার লিখলেন দাদা,
কবিতায় মুগ্ধতা ও ভালোবাসা।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা।
ইসিয়াক
চমৎকার প্রেমময় কবিতা।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা।
সুপায়ন বড়ুয়া
চমৎকার লিখা।
রোমান্টিক আবেদনে সাড়া পড়ে যায়।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা।
ভালো থাকুন অনেক।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ দারুণ!
গোলাপের ঘ্রাণে মাতোয়ারা মন
আজন্ম বাঁধা থাকুক প্রিয়ার কণক কঙ্কনে
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দিদি,
ভালো থাকুন অনেক।
সুরাইয়া পারভীন
আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
কামাল উদ্দিন
ভালোবাসার কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দাদা,
ভালো থাকুন অনেক।
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময়।
তৌহিদ
অনেকদিন পরে আপনার কবিতা পড়লাম দাদা। এরকম রোমান্টিক কবিতায় প্রেমিকা সাড়া না দিয়ে কি পারে?
ভালো লাগলো দাদা। শুভকামনা সবসময়।
প্রদীপ চক্রবর্তী
শুভকামনা দাদা।
শিরিন হক
এমন রোমান্স সত্যি অনবদ্য।প্রেমিকা যেখানে থাক চলে আসবে।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ দিদি।
হালিম নজরুল
ভাল লাগল।