বেঁচে থাকা

মোঃ মজিবর রহমান ৭ মে ২০২২, শনিবার, ০২:০৫:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

সহজাত সংগ্রাম আপ্রাণ অভিলাষ
যতকষ্ট, আঘাত, বেদনা-বিধুর ও বন্ধুর পথ
অটল দিতে হবে পাড়ি করিতে হবে জয় নিশ্চিত।

বাঁচার জন্যই যে স্পৃহা তাহা নিশ্চিত মৃত্যু
বরঞ্চ হাগ মৃত্যুরে
যে না দেবে ফিরায়ে।

বরং নশ্বর ধরায়
মানব সেবায় বেঁচে থাকার হাতিয়ার
জনে জনে সকলের!

অন্ন বস্ত্র নিবারণ
সাথে মনুসত্য
লাগে আর কি বল?

গ্রাম বাংলার সবুজাভা
জুড়ায় প্রাণ , আত্মজ তৃপ্তি
খেঁটে খাওয়া কৃষকের আসক্তি।

জন্মের আগমণী বার্তা পাও
মৃত্যু আসিবে তাৎক্ষনিক পাওনা বার্তা?
ত্বরিত গুছাও পরকালের পাথেয় ।

ধর্মে ধর্মে মানব সেবা
ধর্মপ্রচারকের অমৃত কথা
সেবিছে মানুষ মানুষেরে।

ধর্মকে পুজিতে
ধর্মকে অকাজে উপহার
তারাই বেশ পাপাচার।

মানুষে মানুষে ক্যাচাল
দেবে অতৃপ্তি
পরকাল অশান্তি।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ