বেঁচে থাকার হাজার বছর

ছাইরাছ হেলাল ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ০৯:১৬:০১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

 

নিঃশব্দ-প্রাণ-অনুরাগে, ছড়িয়ে-পড়ে জমে থাকে
একরাশ লিখে ফেলা অভেদ্য ভরসার নীলাকাশ,
ঘাস ফড়িঙয়ের বেশে, এক স্বপ্ন-ভাবনা-জীবন;
মর্মরিত উৎসমুখের সরবর থেকে, স্তূপ-অন্ধকার ঠেলে-ঠুলে।

শব্দহীন হৃদয় অলিখিত প্রাণ,
টিপ্পুনি কাটা পরিবেশ/প্রতিবেশকে ভাগারে ফেলে
পুড়িয়ে ভস্ম ভস্ম খেলে, ফুল ফোটাবে বলে পণ নিয়েছে
গন্তব্য না-জেনে/না-খুঁজে;
ধেয়ে আসা বিষ-ঠোঁটগুলো ঘেউ ঘেউ করে,
জয়ধ্বনি দেয়;

তবুও
প্রতিবার ঘুমোবার আগে প্রতিজ্ঞা করি,
বিষাক্ত দানবের হিংস্র-নিঃশ্বাসের বাতি-নিভিয়ে,
সত্য-দাগ ধ্রুবতারার প্রাণের চত্বরে
পড়া-বাস্তবতায় বেঁচে থাকবো হাজার বছর।

ছবি নেটের।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ