আমি কখনো আমাকে নিয়ে বাঁচতে পারিনি,
আমি বেঁচেছিলাম অন্যদের নিয়ে,
অন্যদের উপরে।
কখনো আমার অসুখে মায়ের রাত জাগার টেনশনে,
আমার পরীক্ষার রেজাল্টের জন্য বোনের উৎকন্ঠায়।
কখনো আবার কারো একটি ফোন কলের অপেক্ষায়,
কারো একটি ক্ষুধে বার্তা পাওয়ার আনন্দে।
কারো অবহেলা পাওয়ার যন্ত্রনায়,
কারুকে জমানো কথাগুলো বলতে না পারার আক্ষেপে।
কখনো বা আবার কারো আসার অপেক্ষায়,
কখনো নিস্ফল ফিরে আসায়।
কখনো বন্ধুদের খুনসুটিতে,
কখনো ভাইয়ের ভালোবাসায়।
আমি কখনো নিজেতে ছিলাম না,
নিজেকে নিয়ে আমি কখনো বাঁচতে পারিনি।
Thumbnails managed by ThumbPress
৭টি মন্তব্য
নীহারিকা
বাহ! বেঁচে থাকার উপলক্ষগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন তো! ভালো লেগেছে।
জুলিয়াস সিজার
ধন্যবাদ আপু..
জিসান শা ইকরাম
এযে দেখছি আমারই কথা বলে দিলেন 😛
ভালো লেগেছে ।
জুলিয়াস সিজার
আপনার ও এমন মনে হয়?
ধন্যবাদ ভাইয়া.
শুন্য শুন্যালয়
সুন্দর একটা কবিতা, নিজের বেঁচে থাকা আসলেই শুধুমাত্র নিজের জন্য নয়…কতো মানুষের ভাবনা ঘিরে থাকে একজন মানুষের প্রতি… শুভ কামনা… -{@
জুলিয়াস সিজার
ধন্যবাদ দিদি..হ্যাঁ বেঁচে থাকার অনেক রুপ হয়.
জুলিয়াস সিজার
দেরী করে উত্তর দেবার জন্য দুঃখিত.